‘৫২ গজ কা দমন’, জনপ্রিয় হরিয়ানভি গানে শাড়ি পরে অসাধারণ নাচ সুন্দরী বৌদির, ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া হরিয়ানভি গানে এখন বিভিন্ন নাচের ভিডিও দেখা যায়। তার সাথেই হরিয়ানভি শিল্পীরা দেশে যেভাবে জায়গা করে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখান থেকেই কিছু দর্শকদের ফেভারিট ইউটিউবার আছে যাদের নাচ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে দর্শকদের কাছে। যেমন সবার পরিচিত বিশাখা। সে প্রতি মুহূর্তে নতুন নতুন গানে বিভিন্ন নৃত্য পরিবেশন করে চমকে দিচ্ছে সকলকে।
আবারো তার ভিডিও কিছু সময়ের মধ্যেই হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral)। যেখানে খোলা পরিবেশের মধ্যে বিখ্যাত হরিয়ানভি গানে দুর্দান্ত নাচ করেছে সে। পরনে তার গোলাপি রঙের লেহেঙ্গা ও চলি, সাথেই আকাশি রঙের ওড়না ব্যবহার করা হয়েছে। দুর্দান্ত মেকআপ, বাঁধা চুলের খোঁপায় গোঁজা হয়েছে রঙবেরঙের ফুল। সম্পূর্ণ প্রশিক্ষিত নৃত্যশিল্পী বিশাখা কারণ তার নাচ এর আগেও নিশ্চয়ই আপনারা চাক্ষুস করেছেন।
কিন্তু কোন গানে এত সুন্দর নাচ করলো সে জানেন? গায়িকা রেনুকা পানোয়ারের নাম শুনলে বর্তমানে একটা গানই মনে আসবে আপনার। ঠিকই ধরেছেন বিখ্যাত ‘৫২ গজ কা দমন’ (52 Gaj Ka Daman) গানে জমিয়ে নাচ করেছে যুবতী। অনেক কনটেন্ট ক্রিয়েটর এই গানে নিজের প্রতিভা আগেও দেখিয়েছেন। তবে বিশাখার নাচ যেন গানের প্রতিটা কথার সাথে নেটিজেনদের চোখে ফুটে উঠেছে। ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিসিয়াল’ (Bisakha Official) থেকে নাচের ভিডিও আপলোড করা হয়েছে।
ইতিমধ্যে হাজার হাজার মানুষ দেখে নিয়েছে এই সুন্দর নাচ। সবাই আবার লাইক ও কমেন্ট করেছেন অহরহ। কেউ লিখেছে -‘এক কথায় অসাধারণ’। আবার অন্য একজন লিখেছে -‘খুব কিউট ও হট পারফরমেন্স’। তবে আপনাদের জানিয়ে রাখি বিশাখা কিন্তু বিবাহিত। তাই আপনারা সেই অর্থে যুবতী নয় বরং সুন্দরী বৌদির অসাধারণ নাচ দেখলেন। সাথেই তার ইউটিউব চ্যানেলে অন্যান্য দুর্দান্ত নাচের ভিডিও দেখতে পারেন যা অবশ্যই মন ভরিয়ে তুলবে।