×
VideoViral Video

‘কমলা নৃত্য করে’, গ্রাম্য পরিবেশে নীল শাড়ি ও ম্যাচিং ব্লাউজে অসাধারণ নাচ বিশাখা সুন্দরীর, ভাইরাল ভিডিও

২০২১ সালে গায়িকা অঙ্কিতা ভট্টাচাৰ্য তার প্রথম সিঙ্গেল মিউজিক অ্যালবাম রিলিজ করেন। গানটির নাম নাম ছিল ‘কমলা’ (Komla)। সোশ্যাল মিডিয়ার দারুন হিট সেই গানে, নাচ করে সুন্দরী যুবতী থেকে ক্ষুদে কন্যা কার্যত সবাই ভাইরাল (Viral) হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার কারণে সাধারণ মানুষের নজরে একবার এসে গেলে আর পিছন ফিরে তাকাতে হয় না। হাজার হাজার মানুষ তাদের পছন্দ করে। এবার যেমন সেই গানে নাচ করেছে একটি বাচ্চা মেয়ে।

ADVERTISEMENT

ইউটিউবের মাধ্যমে মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক সুন্দরী বৌদি দুর্দান্ত সেজে কমলা গানে ব্যাপক নাচ করেছে। পড়নে ছিল তার নীল-হলুদ ও কমলা রঙের শাড়ি ও মানানসয়ী ব্লাউজ। খোলা ক্ষেতের মধ্যে তার দুর্দান্ত নাচ অনায়েসেই মন কেড়ে নিতে বাধ্য। এটুকুই নয় হাতে মানানসই চুড়ি, কোমরে কোমর বন্ধনী ,গলায় হার, কপালে লাল টিপ, মাথায় সিঁদুর পরে কার্যত নতুন বৌয়ের বেশে হাজির হয়েছে বিশাখা।

গানের বিখ্যাত সেই হুক স্টেপ যা নিপুন ভাবে করেছে বিশাখা যা দর্শকদের মন কেড়ে নিতে বাধ্য। তার মিষ্টি এক্সপ্রেশন সবথেকে বেশি মুগ্ধ করেছে দর্শকদের। ‘বিশাখা অফিসিয়াল’ নামের চ্যানেল থেকে ১ বছর আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল। ইতিমধ্যেই ৪ কোটি মানুষ দেখে নিয়েছেন এই সুন্দর নাচ।

সবাই কার্যত লাখ লাখ লাইক ও কমেন্ট ভরিয়ে তুলেছেন এই ভিডিও। কেউ লিখেছেন -‘সুপার নাচ সাথেই দুর্দান্ত এক্সপ্রেশন’। আবার দ্বিতীয়জন লিখেছেন -‘অরিজিনাল গানের থেকেও বেশি সুন্দর হয়েছে নাচটা’। আপনি বিশাখার চ্যানেলে বিভিন্ন ধরণের আরও ভিডিও দেখতে পারবেন যা অনায়েসেই আপনার খুব ভালো লাগবে।