VideoViral Video

Beautiful, রবীন্দ্রসঙ্গীতের তালে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Advertisement
Advertisements

Beautiful Girl Dance Video ‛নীল অঞ্জনঘন পুঞ্জ ছায়ায়…’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) যুবতী। এখনকার দিনে বিনোদনের অন্যতম একটি প্রধান মাধ্যম হল ইউটিউব (YouTube)। এখানে মানুষজন তাদের নিজ নিজ প্রতিভা তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। আর তারফলে তা পৌঁছে যায় পৃথিবীর আনাচে – কানাচে। আজকালকার দিনে মানুষ আগের চেয়ে অনেকটাই আধুনিক হয়েছেন। আর তাইতো ঘরের গণ্ডি পেরিয়ে তারা সমাজের কাছে নিজের প্রতিভা দিয়ে নিজেকে মেলে ধরছেন।

Beautiful, রবীন্দ্রসঙ্গীতের তালে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

সম্প্রতি তেমনই এক যুবতী নাচের মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছেন নেট মাধ্যমে। ওই যুবতীর নাম বিদীপ্তা শর্মা (Bidipta Sharma)। ইউটিউবে (Youtube) তার একটি নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। নিজের নাম দিয়েই চ্যানেলটির নাম রেখেছেন। ওই চ্যানেলটির নাম ‛বিদীপ্তা শর্মা’। সেখানে নিয়মিত ওই যুবতী একের পর এক নাচের ভিডিও (Video) পোস্ট করে থাকেন। আর যা মুহূর্তেই ভাইরাল (Viral) হয়।

Beautiful, রবীন্দ্রসঙ্গীতের তালে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

তবে, এবার ইউটিউবে নয় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি নাচের ভিডিওটি শেয়ার করেছেন। আজ রবীন্দ্রজয়ন্তী। আর সেই উপলক্ষেই রবীন্দ্র নৃত্যে ওই যুবতী তাক লাগিয়েছেন। অল্প সময়ের মধ্যে এই নাচের দৌলতে নেট দুনিয়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন এই বিদীপ্তা নামের মেয়েটি। এমনকি তার নাচের ভিডিও (Video) পোস্ট হওয়া মাত্রই প্রশংসার বন্যায় ভরিয়ে দেন নেটিজেনরা।

এবার ওই যুবতী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন। তার পরণে রয়েছে মেরুন রঙের নীল বর্ডার দেওয়া শাড়ি। সঙ্গে ম্যাচিং ফুলহাতা ব্লাউজ। হালকা মেকআপ সহ বিনুনি করা চুলে ফুল দিয়েছেন। এই সাজে যে তাকে দেখতে অসাধারণ লাগছে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। বাড়ির ছাদের মধ্যেই গানের তালে নেচে তাক লাগিয়েছেন। নিজের মতো করে দূর্দান্ত এক্সপ্রেশন দিয়ে নেচে চলেছেন ওই যুবতী।

ইতিমধ্যেই ১৯ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় ৫ হাজারের কাছাকাছি মানুষ। এমনকি বহু মানুষ আবার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন ‛গর্জিয়াস’। আবার কেউ লিখেছেন ‛খুব সুন্দর’। কেউ লিখেছেন ‛দারুন’। সবমিলিয়ে ওই বিদীপ্তা নামের যুবতীর নাচের ভিডিও হু হু করে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।