VideoViral Video

Bidipta Sharma Dance : কালো শাড়িতে সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ নাচ বিদীপ্তা সুন্দরীর, ভাইরাল ভিডিও

সবুজ প্রকৃতির মাঝে 'Kalo Jole Kuchla Tole' গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়, না দেখলে চরম মিস

সবুজে ঘেরা পরিবেশে অসাধারণ নৃত্যপরিবেশন করে তাক লাগালেন সুন্দরী যুবতী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এখনকার দিনে বিনোদনের অন্যতম একটি প্রধান মাধ্যম হল ইউটিউব (YouTube)। এখানে মানুষজন তাদের নিজ নিজ প্রতিভা তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। আর তারফলে তা পৌঁছে যায় পৃথিবীর আনাচে – কানাচে।

 

আজকালকার দিনে মানুষ আগের চেয়ে অনেকটাই আধুনিক হয়েছেন। আর তাইতো ঘরের গণ্ডি পেরিয়ে তারা সমাজের কাছে নিজের প্রতিভা দিয়ে নিজেকে মেলে ধরছেন। সম্প্রতি তেমনই এক যুবতী নাচের মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছেন নেট মাধ্যমে। ওই যুবতীর নাম বিদীপ্তা শর্মা (Bidipta Sharma)। ইউটিউবে (Youtube) তার একটি নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। নিজের নাম দিয়েই চ্যানেলটির নাম রেখেছেন।

ওই চ্যানেলটির নাম ‛বিদীপ্তা শর্মা’। সেখানে নিয়মিত ওই যুবতী একের পর এক নাচের ভিডিও (Video) পোস্ট করে থাকেন। আর যা মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। অল্প সময়ের মধ্যে এই নাচের দৌলতে নেট দুনিয়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন এই বিদীপ্তা নামের মেয়েটি। এমনকি তার নাচের ভিডিও (Video) পোস্ট হওয়া মাত্রই প্রশংসার বন্যায় ভরিয়ে দেন নেটিজেনরা।

সম্প্রতি ওই যুবতী নিজের ইউটিউব চ্যানেলে (Youtube Channel) একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে ‛কালো জলে কুচলা তলে’ গানে সবুজে ঘেরা পরিবেশে নাচতে দেখা যাচ্ছে। ওই যুবতীর পরনে রয়েছে কালো রঙের শাড়ি। সঙ্গে মানানসই ব্লাউজ। গলায় হার, হাতে চুড়ি। মাথায় খোঁপা করে দেওয়া ফুল। নিজের মতো করে দূর্দান্ত এক্সপ্রেশন দিয়ে নেচে চলেছেন ওই যুবতী।

১১ মাস আগে শেয়ার করা এই ভিডিওটি (Video) ইতিমধ্যেই ১.৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন সাতাশ হাজার মানুষ। এমনকি বহু মানুষ আবার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন ‛গর্জিয়াস’। আবার কেউ লিখেছেন ‛খুব সুন্দর’। কেউ লিখেছেন ‛দারুন’। সবমিলিয়ে ওই বিদীপ্তা নামের যুবতীর নাচের ভিডিও হু হু করে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।