Viral VideoVideo

দুর্দান্ত কায়দায় জমি থেকে কই মাছ ধরে তাক লাগালেন সুন্দরী বৌদি, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রতিদিনই নানানরকম বাস্তব-অবাস্তব ভিডিওর সম্মুখীন হচ্ছি। একমুঠো ফোনের মাধ্যমে আমরা সহজেই গোটা বিশ্ব ঘুরে নিতে পারি। যেখানে কিনা মানুষ থেকে শুরু করে পশু-পাখি সকলের ভিডিওই ভাইরাল হয়। আবার কখনও উঠে আসে কোনো না কোনো বিরলতম দৃশ্য। ব্যস্ত জীবনের হাজারও এক বেস্বাদহীন কাজ কর্ম থেকে ছুটকারা পেতে সোশ্যাল মিডিয়ায়ই (Social Media) আমাদের একমাত্র ভরসা।

আর সম্প্রতি সেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাধ্যমেই উঠে এল এক বৌদির মাছ ধরার ভিডিও। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিভা কার্যকলাপ ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে ঠিক তেমনই বহু মানুষই তাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। আর তেমনই এক বৌদির মাছ ধরার ভিডিও ভাইরাল নেটমাধ্যমে। তবে, ওই ভিডিওতে শুধু বৌদির মাছ ধরা নয় উঠে এসেছে ভারতবর্ষের গ্রাম বাংলার দৃশ্য।

একেবারে সবুজে ঘেরা পরিবেশে কোনো রকম জালের সাহায্য ছাড়াই ওই বৌদি কেবলমাত্র দু-হাতের সাহায্যে মাছ ধরে চলেছেন। তার পরণে রয়েছে কমলা রঙের সুতির শাড়ি ও কালো রঙের ব্লাউজ। রীতিমতো হামাগুড়ি দিয়ে কই মাছ তুলছেন বৌদি। একদিকে বৌদির মাছ ধরা আর অন্যদিকে বর্ষার সময়ে দাঁড়িয়ে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য্য। এই দুই মিলিয়ে ভিডিও (Video) দেখার আগ্রহ যেন মানুষের কয়েকগুন বেশি বেড়ে গেছে।

তবে, বৌদি কিন্তু শুধুমাত্র মাছ ধরেই খ্যান্ত থাকেননি। মাছগুলো ধরার পর বাড়িতে নিয়ে মাছগুলিকে কেটে রান্নাও করেছেন। আর সেসব কিছুই উঠে এসেছে এই ভিডিওর মধ্যে দিয়ে। আসলে বর্ষাকালে কই মাছ খাওয়া এ যেন যুগ যুগ ধরে চলে আসা বাঙালির আবেগ। আর সেই আবেগই আরও একবার উঠে এল এই ভিডিওর মাধ্যমে। ‛Travel With Sumana’ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

মাত্র ৪ মাস আগের শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ১.২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ৯ হাজারেরও বেশি মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ওই বৌদির মাছ ধরার ভিডিও (Video)।