ধানের জমি থেকে দুর্দান্ত কায়দায় মাছ ধরে তাক লাগলেন সুন্দরী বৌদি, ব্যাপক ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চোখে পড়ে। বিভিন্ন ধরনের জীবনযাত্রা আমাদের সামনে আসে। শহরে থাকা মানুষ মাছের বাজার থেকে মাছ কিনতেই অভ্যস্ত। গ্রামীণ এলাকায় পরিস্থিতি কিন্তু এরকম নয়। সেখানে প্রাকৃতিক পরিবেশে সাধারণ মানুষ নিজের হাতে মাছ ধরে সেই টাটকা মাছ খেতে অভ্যস্ত। এইভাবে মাছ ধরার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। সম্প্রতি এক গৃহবধূর মাছ ধরার অসাধারণ একটা ভিডিও সামনে এসেছে।
রাজবংশী ইউটিউবার পল্লবী (Rajbangshi Youtuber Pallabi) নামের একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ১.১ কোটি মানুষ ভিডিওটি দেখেছেন। ১৭ হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। এ থেকেই বোঝা যাচ্ছে ভিডিওটি নেটিজেনদের মন জয় করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সুন্দরী যুবতী ফসলের ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছেন।
জানা যাচ্ছে যে বৃষ্টির কারণে নদীর জল বেড়ে গেছে এবং সেই জল ক্ষেতে ঢুকে এসেছে। ক্ষেতের মধ্যে আগে থেকেই জাল পাতা ছিল। সেই জালে বেশ কিছু মাছ ধরা পড়েছে। যুবতী কোথাও হাঁটুজল কোথাও তার থেকে কম জলে দাঁড়িয়ে মাছগুলি তুলে নেন। তিনি জানান ক্ষেতের অন্যদিকে জল বেশি থাকার কারণে আরো বড় আকারের মাছ ধরা পড়েছে। যুবতী মাছ তুললেও জালটি ওই জায়গাতেই রেখে দেন যাতে পরে এসে আবারো মাছ সংগ্রহ করা যায়।
নেটিজেনরা মাছ ধরার এই আশ্চর্য পদ্ধতি দেখে খুবই অবাক এবং যুবতীর প্রশংসা করেছেন৷ তাঁরা বলছেন যে গ্রামের জীবনের মধ্যেই প্রকৃত ভাল থাকার উপাদান লুকিয়ে রয়েছে।