×
OffbeatVideoViral Video

ঢাক বাজা কাঁসর বাজা, দূর্গা পূজার আগে সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বাঙালির জনপ্রিয় ধুনুচি নাচ সে তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে দেখে বেজায় খুশি দর্শকরা। 'বিশাখা অফিসিয়াল' নামের তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

কি পুজোর প্ল্যানিং আর শপিং দুটোই জমিয়ে করছেন তো? আর কিন্তু গুনে গুনে মাত্র দিন কুড়ি মতো বাকি। বাঙালির দূর্গা পূজা মানেই ধুনুচি নাচ আর পাত পেড়ে খিচুড়ি খাওয়া। আর মা দুর্গা আগমনের এই প্রাক্কালে সবাই এখন ব্যস্ত নিজেদের মতো করে দেবী দূর্গাকে স্মরণ করতে। যেমনটা করেছেন জনপ্রিয় ইউটিউবার ও নৃত্য শিল্পী বিশাখা। বিবাহিত বিশাখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এখন ব্যাপক জনপ্রিয়। আর সম্প্রতি আপলোড করা তার নাচ হয়ে উঠেছে পুজো আগমনের ঘন্টা।

ঢাক বাজা কাঁসর বাজা, দূর্গা পূজার আগে সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় -

বছর পাঁচেক আগে গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) গাওয়া ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখনও পুজো প্যান্ডেলে এই গান বাজে‌। এবার বিশাখা সেই গানেই জমিয়ে নাচ করেছে। পরনে তার লাল পাড়ের সাদা শাড়ি। সাথেই লাল ব্লাউজ, হাতে শাখা-পলা ও সিঁথি ভর্তি সিঁদুর। কোমরে বিছে, গলায় লম্বা হার, কানে দুল ও খোপা ভর্তি গোঁজা ফুল। বিশাখার এই নাচ অজান্তেই মন কেড়েছে নেট নাগরিকদের।

ঢাক বাজা কাঁসর বাজা, দূর্গা পূজার আগে সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় -

খোলামেলা পরিবেশে প্রথমেই নাচ শুরু করলেন তিনি। তার গানের মধ্যেই দুর্দান্ত এক্সপ্রেশন নজর কেড়েছে নেটিজেনদের। সাথেই একসময় হাতে ধুনুচি নিয়েও বিশেষ নাচ দেখায় সে। বাঙালির জনপ্রিয় ধুনুচি নাচ সে তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে দেখে বেজায় খুশি দর্শকরা। ‘বিশাখা অফিসিয়াল’ নামের তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

এখনও পর্যন্ত ১৮ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘গানটার সাথে তোমায় দারুন মানিয়েছে’। অন্যজন লিখেছেন -‘দারুন সুন্দর হয়েছে এই নাচটা। তুমি খুব ভালো থাকো আরও এগিয়ে যাও’। সত্যি পুজোর প্রাক্কালে এমন সুন্দর একটি নৃত্য যেন অজান্তেই ভালোবেসে ফেলেছে দর্শকরা তারই আভাস দিয়েছে ভিডিওতে আসা লাইক ও কমেন্ট।