×
Viral Video

একটি আস্ত বানরকে গিলে ফেললো অ্যানাকোন্ডা, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

পৃথিবীতে হাজারও এমন ঘটনা আছে যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই আবার কখনও অবাক হয়ে যাই। তবে, এটি এমন একটি ভিডিও যা দেখেই রীতিমত চক্ষু চড়ক গাছ সবার।

সম্প্রতি কয়েকমাস আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি পাইথনের সঙ্গে একটি বানরের লড়াই হচ্ছে। ভিডিওটির প্রথমেই দেখা যাচ্ছে যে, বানরটি জলের মধ্যে নিজের মতো খেলছে। কিন্তু হঠাৎ একটি পাইথন আসে আর তারপরই শুরু হয় তাদের মধ্যে লড়াই।

ADVERTISEMENT

পাইথন বারবারই বানরটিকে পেচিয়ে ধরছিল। কিন্তু পাইথনের সঙ্গে একটি বানরের লড়াই দেখে বিস্মিত সবাই। তবে, অবশেষে দেখা গেল পাইথনটি আস্ত আস্ত বানরকে গিলে নিল। ভিডিওটিতে এমন অনেকে দৃশ্য দেখা যাচ্ছে যা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেননা।

নিজেকে বাঁচতে প্রতিনিয়তই যে, অন্যের সঙ্গে লড়াই করতে হয় তা শুধুমাত্র মানব জাতিতে নয় সব প্রজাতির ক্ষেত্রেই আছে তা এই ঘটনাই আবারও প্রমান করল।

ADVERTISEMENT

Related Articles