মুহূর্তের মধ্যেই আস্ত একটি শুকড়কে গিলে খেলো বিশালাকার অ্যানাকোন্ডা, তুমুল ভাইরাল ভিডিও

চোখের সামনে অ্যানাকোন্ডা দেখলে কেমন রিএক্ট করবেন? সাপ (Snake) দেখলেই আমরা যেদিকে খুশি পালানোর চেষ্টা করে থাকি। যদিও বাস্তব থেকে সোশ্যাল মিডিয়াতেই এখন বেশি সময় দেখা যায় এই সাপ। কিছু এমন ভিডিও থাকে যা হাড় হিম করে দেওয়ার সামিল। এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যেখানে বিশাল একটি অ্যানাকোন্ডা সাপ জ্বলজ্যান্ত একটি শুকড়কে গিলে খেয়ে নিলো।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অ্যানাকোন্ডা বনের মধ্যে খাবার খুঁজতে বেরিয়েছে। সেই সময় সে ছোট একটি বাড়ির সামনে চলে আসে। বিদেশে পশুদের জন্য বেশ ছোট ছোট কিছু বাড়ি তৈরী করা হয়। সেই ঘরের মধ্যেই নিশ্চিন্তে ঘুমাচ্ছিলো একটি ছোট শুকড়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই শূকরটিকে জ্যান্ত গিলে ফেলল অ্যানাকন্ডা সাপটি।
ঘুমন্ত অবস্থা থেকে সেই শূকরটিকে তুলে তাকে কামড় দেয় সাপটি। বেদনায়াক সেই দৃশ্যটি যদিও ক্যামেরায় তুলে ধরা হয়নি। শূকরটিকে তার শরীরের সঙ্গে পুরোপুরি পেঁচিয়ে ধরেছে। ধরার পর প্রথমে প্রাণীটির শ্বাসরোধ করে এবং তারপর গিলে খেয়ে নেয়। ‘Reptile Channel’ নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ৪ বছর আগে।
এখনো পর্যন্ত ৩.৭ কোটি ভিউস ছাড়িয়ে গেছে। এমন দৃশ্য দেখে স্বাভাবোতই কেঁপে উঠেছেন সকলে। কারণ এর আগে এমন অস্বাভাবিক দৃশ্য দেখা যায়নি। জ্বলজ্যান্ত এক প্রাণীকে খেয়ে ফেলার কারণে অনেকেই এই ভিডিওটিকে সবথেকে সাংঘাতিক বলেছেন। এরকম বিরল ভিডিও দেখে আপনার প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে আমাদের জানান।