Viral VideoVideo

VIRAL: কুঁয়োর পাশে বসেছিল সিংহী, হাতি জল খেতে আসার পর যা হল…দেখুন ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

সোশ্যাল মিডিয়ার (Social Media) হাত ধরে বহু অবাক করা ঘটনাই উঠে আসে আমাদের মাঝে। কখনও তা বিশ্বাস যোগ্য হয়। আবার কখনও বিশ্বাস করতেও মনচায় না। কিন্তু প্রমান থাকলে তো বিশ্বাস করতে হবেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। জঙ্গলের সিংহ বা সিংহীকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু থাকে না। তাদেরকে ভয় পায়না এমন কোনো মানুষ বা পশু খুঁজে পাওয়া দুষ্কর।

VIRAL: কুঁয়োর পাশে বসেছিল সিংহী, হাতি জল খেতে আসার পর যা হল...দেখুন ভাইরাল ভিডিও

তবে, সিংহদের তুলনায় সিংহীদের বেশি হিংস্র মানা হয়। কেননা তারা বেশি হিংস্র হয়ে থাকে। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গেল উল্টো কান্ড। একটি হাতির শাবককে দেখে যে, একটি সিংহী পালালো। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি সিংহী মাটিতে আরামে শুয়ে আছে। আর তার কাছেই রয়েছে একটি জলের ট্যাঙ্ক। আর সেখানেই একটি হাতি এসে পৌঁছায় জল খেতে।

VIRAL: কুঁয়োর পাশে বসেছিল সিংহী, হাতি জল খেতে আসার পর যা হল...দেখুন ভাইরাল ভিডিও

হাতিটিকে দেখামাত্রই সিংহী ট্যাঙ্কের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর হাতি এসে নিজের ইচ্ছেমতো জল খায়। তারপরই শুড়ে করে কিছুটা জল ওই সিংহীর দিকে ছুঁড়ে দেয়। আর এই দেখে তো ভয়ে পালিয়ে যায় সিংহী। এমনকি হাতিও তার পিছনে তাড়া করে। এমন দৃশ্য খুবই বিরল। খুব সম্ভবত কোনো ব্যাক্তি আড়াল থেকে এই ভিডিওটি করেন।

‛Latest Sigjtings’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ৬৩ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ২০ হাজার মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হাতি-সিংহীর এই ভিডিও।