×
Viral Video

সুরেলা কণ্ঠে গান গেয়ে বলিউডে তাক লাগালো বাংলার মেয়ে প্রীতি, তুমুল ভাইরাল ভিডিও

গান ভালোবাসেন না এমন মানুষ বোধয় পৃথিবীতে নেই। আর সেই গান যদি হয় মনো মুগ্ধ করা তাহলে তো আর কথাই নেই। টেলিভিশনের পর্দার সুপারস্টার সিঙ্গার প্রীতিকে আজ কেই না চেনে?ছোট্ট প্রীতির গানে মুগ্ধ সকল দর্শক।

এত ছোট বয়সে এত অসাধারণ প্রতিভা তা প্রতিটি দর্শককে মুগ্ধ করার পাশাপাশি অবাকও করেছে। আর তাই সে আজ “সুপারস্টার সিঙ্গার” এর বিজয়িনী। এমন কি গান নেই সে জানে না। এতটুকু বয়সে বোলে চুরিয়া, চুরা লিয়া হে তুমনে জো দিলকো র মতো নানান সুপারহিট গান গেয়ে মন জয় করেছে বিচারক থেকে দর্শকদের মন।

ADVERTISEMENT

আর তার এই গানের জন্য সে বারবারই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, চুরা কে দিল মেরা গান গেয়ে কীভাবে এই ছোট্ট খুদে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। সুপারস্টার সিঙ্গার এর মঞ্চ থেকেই সে এই গানটি গেয়েছে। তবে, তার সঙ্গে মেল ভয়েস লিপ মিলিয়েছেন বছর ২২এর একটি ছেলে।

আর ভিডিওটিতে দেখা যাচ্ছে বিচারকের আসনে ছিলেন অলকা ইয়াগ্নিক, নেহা কক্কর, হিমেশ রেশমিয়া সহ জনপ্রিয় শিল্পী। সকলের মত প্রীতির প্রতিভা তাদের সবাইকেও মুগ্ধ করে। প্রীতির গান শুনে নেহা কক্কর রীতিমতো কেঁদে ফেলেন। এবং সকল বিচারকদের মুখের ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছিল যে, প্রীতি গানটি তাঁদের এক্সপেক্ট এর চেয়েও বেশি ভালো গেয়েছে।

গান ছাড়াও প্রীতি অভিনয় করতে ভালবাসে বলে জানা গিয়েছে। তবে, ভবিষ্যতে তার ইচ্ছা একজন ভালো গায়িকা হওয়ার।

ADVERTISEMENT

Related Articles