×
Viral Video

অভাবের সংসার, নৌকা চালাতে চালাতে দুর্দান্ত গান গাইছে ছোট্ট ছেলে, ভাইরাল ভিডিও

ভেনিসে বহু বছর আগে অমিতাভ বচ্চনের একটি সিনেমার শুটিং হয়েছিল। সেখানে একটি দৃশ্যে দেখা গিয়েছিল নৌকার মাঝিকে অত্যন্ত সুকৌশলে ভাষা গান গাইতে। এই সিনটি সবার মন মুগ্ধ করে দিয়েছিল। কিন্তু বাস্তবে এসব সম্ভব না বলেই আমরা জানি, তবু আমাদের চিন্তা ধারাকে ভুল প্রমাণিত করলেন এই বাচ্চা ছেলেটি এবং অতিরিক্ত ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও।

জলের দাঁর বাইবার সাথে সাথে সে তার সুন্দর গলায় গান গাইছে ক্যামেরার দিকে তাকিয়ে,এইদৃশ্য ভিডিওটিতে দেখা গেছে। ক্যামেরার সামনে বসে এইরকম ভাবে গান গাওয়া সত্যিই খুব কঠিন বলে অনেকেরই মনে হয়।কিন্তু এই বাচ্চা ছেলেটি সত্যিই অনেক সাহস করে সে তার অতিরিক্ত সুন্দর গলায় গান গেয়ে দেখিয়েছে সবাইকে।

ADVERTISEMENT

ছেলেটির নাম হল নাইম,এটি জানতে পারা যায় তার পাশের বাড়ির এক ব্যক্তি পঙ্কজ এর কাছ থেকে। অনেক ছোট থেকেই গান-বাজনার প্রতি তার অনেক আগ্রহ। কিন্তু অতিরিক্ত গরিব হওয়ায় তার কোন সখ পূরণ হয়নি। সম্প্রতির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

বহু মানুষ তা খুবই পছন্দ করেন এবং মুগ্ধ হয়েছেন তাঁর সুমধুর গলা ও সুরের প্রতি। এর আগেও এক যুবককে নৌকার গান গাইতে দেখা গেছিলো এবং সেই ভিডিওটি খুব ভাইরাল হয়েছিল। এইসবই সোশ্যাল মিডিয়ার জন্যই সম্ভব হয়েছে। এরকম আরো যুবক ও যুবতীর প্রতিভা আমরা যেন দেখতে পায় ভবিষ্যতেও।এইসব প্রতিভা পর্যন্ত যেন পৌছে দিতে পারে আমাদের এই সোশ্যাল মিডিয়া।

ADVERTISEMENT

Related Articles