×
OffbeatVideoViral Video

বন্ধ ঘরে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ ‘Belly Dance’ পাঁচ খুদে কন্যার, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Belly Dance Video: আজকালদিনে বাচ্চারা এতটাই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সঙ্গে যুক্ত যে, তাঁরা যেকোনো কঠিন নাচের স্টেপ হোক বা অন্য কোনো কাজ সহজেই নিজের আয়ত্তে এনে ফেলে দেখে দেখে। এমনকি মা-বাবা রাও এখন আধুনিক হয়ে সবরকম কাজে বাচ্চাদের উৎসাহ দেয়। আর তাইতো তাঁরা ভয় না পেয়ে সবরকম কাজই মনের আনন্দে করে। এমনকি এখন মা- মেয়ে মিলেও কাঁপায় সোশ্যাল মিডিয়ায়।

বন্ধ ঘরে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ ‘Belly Dance' পাঁচ খুদে কন্যার, প্রশংসার ঝড় নেটদুনিয়ায় -

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে একটি ভিডিও (Video)। যেখানে দেখা যাচ্ছে যে, পাঁচজন ক্ষুদে মিলে রীতিমতো বেলিডান্স করে কাপাচ্ছে। নায়িকাদের মতো এক্সপ্রেশন দিচ্ছে গানের তালে তালে। অসাধারণ ভঙ্গিতে তারা নেচে চলেছেন। তিনজনের পরনে রয়েছে লাল রঙের পোশাক ও বাকি দুজনের একজনের পরনে হলুদ রঙের অন্যজনের পরনে সবুজ রঙের পোশাক।

আগেকার দিনে বিদেশ বিভূঁইয়ে এই বেলি ড্যান্সের প্রচলন ছিল বেশি। তবে, আজকালকার দিনে দেশের মধ্যেই বহু মেয়ে এই নাচে বেশ পারদর্শী হয়ে উঠেছে। কোনো বড় বড় তারকাদের চেয়ে তারা যে কম যাননা তা তারা নিজের পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দেয়। সম্প্রতি ওই পাঁচ খুদের বেলিডান্স র (Belly Dance) ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ‘Trang Selena’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি ওই পাঁচ খুদের নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।