×
VideoViral Video

নেই দুটি পা, প্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে কাছে পেয়ে উদ্দাম নাচ যুবকের, ভিডিওটা মন ছুঁয়েছে নেটিজেনদের

শুধু সিনেমায় অভিনয়ের জন্য নয়, অক্ষয় কুমারের ভালো ব্যবহারের জন্য তার (Akshay Kumar) ফ্যান ফলোইং কার্যত দিন দিন অন্য মাত্রায় পৌঁছে গেছে। বিজ্ঞাপন থেকে ছবির প্রমোশন কিংবা চিট-চ্যাট শো থেকে নিজের সোশ্যাল মিডিয়া সর্বত্র ছড়িয়ে থাকেন ‘খিলাড়ি অক্ষয় কুমার’। আজ রাখি পূর্ণিমার শুভ লগ্নে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan) রিলিজ হচ্ছে বড়ো পর্দায়। চার বোনকে নিয়ে দাদার সংসার। কিন্তু তাদের জীবনের চড়াই-উৎরাই নিয়েই তৈরী হয়েছে এই গল্প। সারা দেশে ঘুরে অক্ষয় তার সিনেমার প্রমোশন করেছেন।

তবে দিল্লীতে প্রমোশন করার সময়ে ধরা পড়লো এক অন্য দৃশ্য। যা স্বপ্নেও এমনটা হবে বলে কেউ ভাবতে পারেনি। ‘Akshay Kumar 24×7’ নামের এক টুইটার ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। যেখানে দিল্লীতে প্রমোশন চলাকালীন প্রতিবন্ধী এক যুবকের সাথে ব্যাপক নাচ করলেন অভিনেতা। মঞ্চে সেই যুবক যার দুর্ভাগ্যক্রমে দুটো পা নেই। তবে সে অক্ষয়েরই সিনেমা ‘গুড নিউজ’ -র গান ‘সৌদা খাড়া খাড়া’ গানে দুর্দান্ত নেচেছে। পাশে থাকা অক্ষয়কে তার সাথে মিলিয়েই গানের হুক স্টেপ করতেও দেখা গেল।

আর এই ভিডিওই কার্যত মন ছুঁয়ে নিয়েছে দেশবাসীর। যুবকের কারণে মঞ্চে হাঁটু গেড়ে বসে নাচ করেছে অভিনেতা। শুধু তাই নয় নাচ শেষে যুবককে জড়িয়ে অভিনন্দন ও দিতে দেখা গেল অক্ষয়কে। সব মিলিয়ে সেই ভিডিও এখন ঘরে ঘরে পৌঁছে যাওয়ার অপেক্ষায় আছে। তার সিনেমা রিলিজের আগে যে আবারো অক্ষয় কুমার, খিলাড়ি কুমারের অবতারে দেখা দিয়ে গেলেন সে কথাও জানিয়েছেন অনেক নেটিজেন।