Viral VideoVideo

Viral : নেই ভয়ডর! সিংহের সঙ্গে বসে একই থালায় মাংস খাচ্ছেন যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সিংহের সঙ্গে একই প্লেটে বসে খাবার খাচ্ছেন তরুণী! ভিডিও (Video) দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আজকালকার যুগে এই সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কোনো কিছুই আর অজানা থাকে না মানুষের কাছে। দূর দুরান্তের সবকিছুই ভাইরাল হয় নেট মাধ্যমে। আর সেখানেই উঠে আসে বহু মানুষের বহু প্রতিভার সমাহার। কেউ ভালো নাচতে পারেন, কেউ গাইতে পারেন।

তবে, শুধুমাত্র মানুষই নয় পশু-পাখির নানান ভিডিও (Video) ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতিসোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হবেন আপনিও। বাঘ-সিংহের নাম শুনলে কেই না ভয় পায় বলুন তো দেখি? তাদের কাছে যাওয়া তো দূর খাঁচার বাইরে থেকেই তাদের দেখলে ভয়ে জড়সড় হয়ে যায় মানুষজন। কিন্তু ধরুন যদি সেই সিংহের প্লেটে একসঙ্গে আপনাকে ও সিংহকে খেতে দেওয়া হয়!

কথাটি শুনেই ভয়ে বুক কাঁপছে নিশ্চই? কিন্তু সম্প্রতি তেমনই এক কান্ড ঘটেছে। আর যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠে গেছে।  সিংহের সঙ্গে বসে একই প্লেটে খাবার খাচ্ছেন তরুণী। আর তাও আবার কোনো ভয়ডর ছাড়া। রীতিমতো হাসিমুখে সিংহের পাশে বসে মাংস খাচ্ছেন ওই যুবতী। আর তাদের মধ্যে দুরুত্ব মাত্র কয়েক ফুটের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পশু-পাখির ভিডিও ভাইরাল হয়।

আর যা কখনও আনন্দ দেয় আবার কিছু ভিডিও আবার অবাক করে। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও (Video) দেখে রীতিমতো তাজ্জব হয়েছেন নেটিজেনরা। ‛rak_zoo’ নামে একটি ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করা মাত্রই ৫০ হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ভিডিও।