×
Viral Video

একটি বিরাট ভাল্লুককে দৌড় করানোর পর মেরে ফেললো বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

পৃথিবীর আনাচে কানাচে আমরা প্রীতিনিয়তই এমন কিছু কিছু ঘটনা দেখতে পাই যা দেখে সত্যিই আমরা অবাক হই। আবার কখনও আতঙ্কিত হয়ে পরি। কিন্তু পৃথিবী এমন একটি জায়গা যেখানে আপনি চান বা না চান আপনার জীবনদশায় ঘটনাগুলি পর্যায়ক্রম ভাবে হতে থাকবে।

ঠিক তেমনই বন্য পশুদের ক্ষেত্রেই তেমনটাই হয়। তাঁরা না চাইলেও তাদের সঙ্গে ঘটনাগুলি ঘটে। সম্প্রতি কয়েকবছর আগে ঘটা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি গভীর জঙ্গলের ভিতর দিয়ে একটি বাঘ নিঃশব্দে হেঁটে চলেছে।

ADVERTISEMENT

ঠিক ওই জঙ্গলের ভিতরই একটি ভাল্লুক ছিল। তারপর ভাল্লুকটি বুঝতে পারা মাত্রই যে তাঁর উপর আক্রমণ হতে পারে সেই ভেবে জোরে দৌঁড়তে থাকে। কিন্তু দেখা যায়, অবশেষে শেষরক্ষা হয়না। বাঘটি দৌড়ে গিয়ে ভাল্লুকটির উপর আক্রমণ করে এবং মেরে ফেলে।

ভিডিওটিতে অন্য একটি দৃশ্যে দেখা যাচ্ছে, একটি বাঘ একটি হরিণের উপর আক্রমণ করেছে। তারপর দেখা যায় বাঘটি হরিণের পা টি কামড়ে আটকে রেখেছে যার ফলে হরিণটি আটকে রেখেছে। আর তারপরই দেখা যায়, বাঘটি ঝাঁপিয়ে হরিনের কাঁধে কামড়ে ধরে ফেলে দেয়। এরপর হরিনটিকে কামড়ে ধরে মেরে ফেলে।

এরপর অন্য একটি দৃশ্যে দেখা যায় যে, একটি বাঘের সঙ্গে একটি সিংহ র লড়াই চলছে। কেউ কাউকে ছাড়বার বান্দা নয়। কেউই নিজের জমি একচুলও ছাড়ার পাত্র নয়। দুজনেই একইভাবে একে অপরের সঙ্গে লড়ে যাচ্ছে।

ADVERTISEMENT

Related Articles