×
VideoViral Video

OMG! কিশোরির কানে ঢুকে গেছে জলজ্যান্ত সাপ, চিমটা দিয়ে বের করার চেষ্টা করছে চিকিৎসক, ভাইরাল ভিডিও

Viral Snake Video: সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল (Viral) হয় ওঠে বিভিন্ন সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কার্যকলাপ মন জয় করে নেয় নেটিজেনদের। সাপ (Snake) দেখলেই একটা গা ছমছমে ব্যাপার থেকেই যায়। কোনো মানুষই অতিরিক্ত হাড়হিম করা ভিডিও দেখতে পছন্দ করেন না। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা অতীতের সব ভিডিওর থেকে উর্দ্ধে। ঘুমের মধ্যে এক কিশোরীর কানের মধ্যে দিয়ে ঢুকে গেছে সাপ। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও সম্পূর্ণ সত্যি এই খবর।

OMG! কিশোরির কানে ঢুকে গেছে জলজ্যান্ত সাপ, চিমটা দিয়ে বের করার চেষ্টা করছে চিকিৎসক, ভাইরাল ভিডিও -

যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। ঘুমের মধ্যে একটি মেয়ের কানের মধ্যে দিয়ে ঢুকে গেছে সাপ। এমন ঘটনা নেহাতই কেউ আগে শুনেছে তবে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এসেছে প্রথমবার সামনে। মেয়েটির কানে সাপ ঢুকে যাওয়ায় পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তবে মেয়েটি কিন্তু একফোঁটাও চিৎকার অথবা কান্নাকাটি করেনি। যা অসাধারণ সাহসের পরিচয় বলাই যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি নিজের মুখ খুলছে বারংবার। আর ডাক্তার তার হাতে চিমটা দিয়ে সাপটাকে টেনে বের করে আনতে চাইছে। তবে সেই কাজ করতে গিয়ে কার্যত হিমশিম খেয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়নি যে সে সাপটাকে আদেও সে বার করে আনতে পেরেছেন কি না। আর এমন ধরণের অদ্ভুত ও ভয়ঙ্কর ভিডিও ‘শিল্পী রায় ৯৯৩৩’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Shilpa Roy (@shilparoy9933)

যদিও ভিডিয়োটি প্রথম পোস্ট করেন চন্দন সিং নামের বিহারের পাটনার এক বাসিন্দা। তবে এই ঘটনাটি ঘটেছে কোথায় তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভিউস ছাড়িয়েছে এই ভিডিওটি। দেখে কার্যত সবাই ব্যাপক ভয় পেয়েছেন এমন একটা ভিডিও। এক নেটিজেন লিখেছেন -‘সাপের মুখটা বাইরের দিকে আসলো কিভাবে? উল্টো করে ঢুকেছে এটাতো হতে পারে না’। আবার অন্য একজন লিখেছেন -‘ডাক্তারকে দেখে মনে হচ্ছে নিজেই খুব ভয় পেয়েছেন’। কানে আরশোলা, কেন্নো ঢুকে যাওয়ার মতো ঘটনা সংবাদমাধ্যমের সাহায্যে শোনা গেলেও কানের মধ্যে সাপ ঢুকেছে এমন দৃশ্য প্রথম দেখলো নেট নাগরিকরা।