VideoViral Video

Viral Video: অবিকল মানুষের মতো ঝগড়া করছে শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

Viral Video: হুবুহু মানুষের মতোন করে কথা বলছে শালিক পাখি। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। ভালো-মন্দ সবকিছুই উঠে আসে এই মাধ্যম দিয়ে। মানুষের নানান কীর্তিকলাপ ভাইরাল হয় এখানে। তবে, বর্তমানে শুধু মানুষেরই নয় পশুপাখিদেরও নানান ভিডিও ভাইরাল হয়। যা দেখে অবাক হতে হবে আপনাকেও।

Viral Video: অবিকল মানুষের মতো ঝগড়া করছে শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

ময়না, টিয়া এই ধরণের পাখিগুলি কথা বলতে পারে তা আমরা প্রায় সকলেই জানি। এমনকি কখনও কখনও এদের গলায় গান গাওয়ার ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়। কিন্তু শালিক পাখির গলায় কথা শুনেছেন কি? অবাক লাগছে নিশ্চই? তবে, অবাক লাগলেও এটাই সত্যি। এবার এক শালিক পাখিকে দেখা গেল হুবুহু মানুষের মতো কথা বলতে।

Viral Video: অবিকল মানুষের মতো ঝগড়া করছে শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

ভাইরাল (Viral) ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, শালিক পাখিটি একনাগাড়ে তার মালিকের সঙ্গে ঝগড়া করছে। এককথায় পাখিটি তর্ক করছে। উঠোনের মধ্যে বসে আছে পাখিটি। আর পাশেই রয়েছে তার মালিক। প্রথমদিকে শালিক পাখিকে নিজের পা দিয়ে নিজের মাথা চুলকাতে দেখা গিয়েছে। আর তারপর তার মালিক একেরপর এক কথা বলছে আর পাখিটিও চুপ না থেকে প্রত্যেকটি কথার উত্তর দিচ্ছে।

ওই ব্যক্তিটি পাখিটিকে জিজ্ঞাসা করছে ‛কে কথা বলছে’? তার উত্তরে পাখিটি বলছে ‛আমি কথা বলছি’। এছাড়াও কখনও পাখিটিকে বলতে শোনা যাচ্ছে ‛আমি মাছ চুরি করিনি’। আবার কখনও পাখিটি বলছে ‛তোমার কথা খুব মিষ্টি’। বর্তমানে বিভিন্ন পশু-পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার মাধ্যমেও মানুষজন উপার্জন করেন। ‛রাকিব এন্টারটেইনমেন্ট বিডি’ (Rakib Entertainment Bd) নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি  ভাইরাল (Viral) হয়েছে।

ইতিমধ্যেই ৩০ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ৩৬ হাজার মানুষ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।