×
OffbeatVideoViral Video

জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে এসেছে সাতমাথা বিশিষ্ট সাপ! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সাপ দেখলেই আমরা যেদিকে খুশি পালানোর চেষ্টা করে থাকি। সোশ্যাল মিডিয়ার যুগে এমন কিছু ভিডিও আমাদের সামনে আসে যা দেখে প্রায় হাড়হিম হয়ে যায়। আবার অনেক ভিডিও দেখতে দেখতে আমরা বেশ ভালো বোধ করি। আসলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন পৃথিবীর সব কিছু খুব সহজেই দেখা যায়। যে কারণে সাপ হোক কিংবা বাঘ কোনো কিছুকেই তোয়াক্কা করেন না নেটিজেনরা। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে সবাই চমকে গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ‘গোখরো সাপ’ যার একসাথে সাতটি মাথা আছে। কি শুনেই চমকে উঠলেন তো? হিন্দু মতে এই ধরণের সাপকে নাকি ‘শীষনাগ’ বলে।  তাই অনেকে এই ধরণের সাপ দেখে নাকি পুজো দিতেও শুরু করে দেন। কিন্তু বিজ্ঞানীদের মতে দুই মাথাওয়ালা সাপের খোঁজ মিললেও সাতমাথা বিশিষ্ট সাপের খোঁজ পাওয়া যায়নি এখনও।

তবে জানেন এই ভাইরাল ভিডিওর আসল রহস্য টা কি? ভিডিওতে দেখানো ছবিটি আসলে ফেক। ফটোশপ করে ছবিটি বানানো। এখানে দেওয়া ভিডিওর শেষের দিকে আসল ঘটনা বলা আছে। জঙ্গল থেকে একটি গোখরো সাপ বেরিয়েছিল। কেউ সেটার উপরে ফটোশপ করে ৭ টি মাথা বসিয়ে দিয়েছে। তারপর ব্যাপক পরিমানে ছবিটি ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার চক্করে ভাইরাল হওয়া যে কোনো ছবি বা ভিডিওকেই আমরা খুব চট করে বিশ্বাস করে নিই। তাই সোশ্যাল মাধ্যমে যা দেখবেন তার সবটা বিশ্বাস করবেন না এটা আবারো প্রমাণিত হলো।