Viral Video

হাতে ধারালো ছুরি নিয়ে মাঝ রাস্তায় কুমিরকে হত্যার চেষ্টা যুবকের, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার সূত্রে এখন বিভিন্ন ভিডিও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রতিদিন প্রতিনিয়ত কার্যত চলতে থাকে সেই খেলা। দেশে পরিসংখ্যান বিচার করলে ১২ বছর বয়স থেকে এখন স্মার্ট ফোন ব্যবহার করে। সেখানে যতদিন বেঁচে থাকবেন ফোন কিংবা ইন্টারনেট তো লাগবেই। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হবার জন্য অনেক মানুষ অবাক করার মতো কার্যকলাপ করে থাকেন। সেই তালিকাতেই যুক্ত হয়েছে নতুন একটি ভিডিও। অনেকেই বাঘ, সিংহ কিংবা সাপের মতো প্রাণী নিয়েও খেলা দেখিয়েছেন।

তবে এবার দেখা গেল এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে এক অ্যালিগেটরকে (Alligator) হত্যা করতে গেছেন। সম্প্রতি এই ভিডিও নিয়ে কার্যত তোলপাড় হয়েছে সোশ্যাল মাধ্যম। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের প্রতিবেদন। সেই ব্যক্তিকে দেখা গেল হাতে ছুরি নিয়ে তিনি গুটি গুটি পায়ে সেই ভয়ঙ্কর প্রাণীর দিকে এগিয়ে গেলেন। প্রথম অবস্থাতেই তিনি কিন্তু সেই ছুরি দিয়ে আঘাত করেনি বরং এক লাথি মেরেছেন।

এবার সেই অ্যালিগেটর বেশ নড়ে চড়ে বসেছে। দ্বিতীয়বার আবারো সেই ব্যক্তি ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। এবার সেই ব্যক্তি যেমন তৈরী ঠিক তেমনই প্রস্তুত অ্যালিগেটর। যে ছুরি দিয়ে আঘাত করতে যাবে অমনি তার হাত কামড়ে ধরে হিংস্র প্রাণী। কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচেন। তবে যা শিক্ষা তিনি পেয়েছেন হয়তো আর কোনো প্রাণীকে আঘাত করার কথা মাথাতেও আনবে না।

Crazy Clips‘ নামের টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়। 8.3 মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। সবাই কার্যত তীব্র প্রতিবাদ করেছেন। সেই ব্যক্তির জেল হবার কথা এমন দাবিও করেছেন সকলে। তবে ভিডিওটি আদতে কোন জায়গার তা যদিও জানা সম্ভব হয়নি। প্রতিটি মানুষের কার্যত উচিত এই ধরণের ভিডিও দেখার। যাতে কোনো প্রাণীকে হত্যা কিংবা আঘাত করার কথা চিন্তাও না করা হয়।