Viral Video

Beautiful, পোষ্য কুকুর ছানাকে আদর করে ভাইফোঁটা দিল খুদে কন্যা, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Advertisement
Advertisements

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা’ এই লাইনটি আমরা বহুবার শুনেছি। যদিও বছরের এই সময়ে ভাইফোঁটার সম্পর্ক নেই। তবুও সোশ্যাল মিডিয়া আছে মানেই কোনো নির্দিষ্ট সময় নয় যেকোনো সময়ে দর্শকদের যা ভালোলাগবে সেটাই ভাইরাল হয়। দাদা-বোনের মধ্যেকার এই মিষ্টি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো ভাইফোঁটা। কিন্তু যাদের ভাই বা বোন নেই? তারা কিভাবে সেই বিশেষ দিন কাটাবে বলুন তো!

Beautiful, পোষ্য কুকুর ছানাকে আদর করে ভাইফোঁটা দিল খুদে কন্যা, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

ঠিক যেন মেঘ না চাইতেই জল, যেমনটা সম্প্রতি ভাইরাল হয়েছে একটি বিশেষ ভিডিওতে। তার ফলেই একটি সম্পূর্ণ অন্যরকম ভাইফোঁটার চিত্র উঠে আসলো সকলের সামনে। ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক বাচ্চা মেয়ে ফোঁটা দিচ্ছে তাঁর ছোট ভাইকে। আশ্চর্যের বিষয় হলো তাঁর ভাই কোনো মানুষ নয় বরং ছোট একটি সারমেয়। হ্যাঁ নিশ্চয়ই তার ভাই বা দাদা নেই তা বলে কি ফোঁটার স্বাদ গ্রহণ করবে না একরত্তি মেয়েটি।

Beautiful, পোষ্য কুকুর ছানাকে আদর করে ভাইফোঁটা দিল খুদে কন্যা, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

সবাইকে চমকে দিয়ে নিজের সাদা ছোট সারমেয়টিকে ফোঁটা দিয়েছে মেয়েটি। যেমন নিয়ম ঠিক সেইসব নিয়ম মেনেই ফোঁটা দিয়েছে সে। কিউট সারামেয়টিও কিন্তু চুপ করে মেয়েটির সামনে বসে ছিল পুরো সময়। ঘটনাটি খোদ কলকাতার তা কিন্তু অনেকেই এই ভিডিওর মাধ্যমে জানিয়েছেন। ‘SOUJIT’ নামের এক ফেসবুক ইউজারের প্রোফাইল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও গত বছরের ভাই ফোঁটার সময়ে।

৪ লক্ষের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে এখনও পর্যন্ত সুন্দর এই ভিডিওতে। কেউ লিখেছে -‘ওয়াও সো কিউট’ দ্বিতীয় জন লিখেছেন -‘এটাই বেস্ট ভাইফোঁটা তা বলার অপেক্ষা রাখে না’। তথাগত ভাইফোঁটাকে ছাপিয়ে এই ভিন্ন স্বাদের ভালোবাসার ভিডিও রাজ করছে দর্শক মনে। তাই অবশ্যই সুন্দর এই ভিডিওটি দেখার থেকে নিজেকে বিরত রাখবেন না।