নিজের হাতে করে তৃষ্ণার্ত কুকুরকে জল খাওয়ালেন এক দয়ালু ব্যক্তি, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

‘জল দান অর্থাৎ জীবন দান’ যে কারণেই পৃথিবীতে জলকে বোঝানো হয় জীবনের সমতুল্য হিসাবে। প্রাণ আছে মানেই জলের প্রয়োজন তার হবেই। খাদ্য গ্রহণ না করলেও জল ছাড়া একটা দিনও বাঁচতে পারে না কেউ। ঠিক তেমনই এবার এক কার্যত জীবন দানের ভিডিও ভাইরাল (Viral) হয়ে উঠেছে ইন্টারনেটে। যেখানে এক ব্যক্তিকে দেখা গেল নিজে হাতে একটি সারমেয়কে (Dog) জল পান করিয়ে দিতে।
বোতল নয় বরং নিজের হাতে সেই ব্যক্তি সাহস করে একটি সারমেয়কে জল পান করিয়ে দিয়েছে যা দেখে বেজায় নেটিজেনরা হতবাক ও আপ্লুত। Tansu Yegen নামের এক ব্যক্তি তার টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যেই কার্যত হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তার পাশের কল থেকে নিজের হাতে জল নিয়ে পান করাচ্ছেন কুকুরটিকে।
সেই ব্যক্তি তার হাতে জল নিয়ে সেই সারমেয়টিকে ধীরে ধীরে পান করাচ্ছেন। আর এই তীব্র গরমে যে আবারো প্রাণ ফিরে পেলো সেই সারমেয়টি তা বলার অপেক্ষা রাখে না। ভয় না পেয়ে এগিয়ে এসে রাস্তার কুকুরকে নিজের হাতে করে এইরকমভাবে জল খাওয়ানোর চিত্র কিন্তু বিরল। তাই এই মহৎ কাজে সেই ব্যক্তি সবাইকে এগিয়ে আসতে বলেছেন তার ভিডিওর মাধ্যমে।
“Animal lovers are a special breed of humans, generous of spirit, full of empathy, perhaps a little prone to sentimentality, and with hearts as big as a cloudless sky” ~ John Grogan
— Tansu YEĞEN (@TansuYegen) August 4, 2022
৩৭ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই ১ লক্ষ ৩৭ হাজার ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও রি-টুইট করেছেন বহু মানুষ। কেউ বলেছেন -‘মানুষটির মানবিকতা সত্যি খুব ভালো লাগলো’। আবার কেউ বলেছেন -‘সত্যি দেখে যেন আবারো মানুষের সংজ্ঞা খুঁজে পেলাম’। আপনার এই ভিডিও দেখে কি মনে হয়? সুন্দর এই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না।