সার্কাসের জন্য কোবরা সাপকে ট্রেনিং দিচ্ছে একটি মেয়ে, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
পৃথিবীর প্রান্ত থেকে মাঝে মধ্যেই বিভিন্ন আশ্চর্য ঘটনা শুনতে পাই। পৃথিবীতে ঘটে যাওয়া এই আশ্চর্য ঘটনাগুলি প্রতিনিয়তই অবাক করছে আমাদের। হাজারও এমন ঘটনার আছে যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই অবাক কখনও কষ্ট পাই। এমনকি পৃথিবীতে হাজারও এমন মানুষ আছে যাদের একেক রকম জীবিকা। তাঁরা প্রত্যেকেই নিজের নিজের জীবিকার প্রতিপালন করে বেঁচে আছে।
তেমনই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সাপ খেলা দেখিয়ে রোজগার করেন। বলতে গেলে সেটাই তাঁদের জীবিকা। পাড়ায় পাড়ায় সাপের খেলা দেখিয়ে তারা জীবিকা নির্বাহ করে। সম্প্রতি কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে যে, একটি মেয়ে দুটি ঝুনঝুনির সাহায্য একটি সাপকে সার্কাস দেখানোর জন্য প্রস্তুত করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, সাপটিকে একটি ঝুড়ির উপর বসিয়ে মেয়েটি তাকে ট্রেন করছে। এবং সাপটিও মেয়েটির ঝুনঝুনির তালে তালে তার সঙ্গে সঙ্গত মেলাচ্ছে। এমনকি সাপটি মাঝে মেয়েটিকে ছোবল দেওয়ারও চেষ্টা করছে।
কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসের সঙ্গে তাকে প্রশিক্ষণ দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে, মেয়েটি এবার একটি গামলায় সাপটিকে নিয়ে তাকে ট্রেনিং দিচ্ছে। সম্প্রতি সাপকে ট্রেনিং দেওয়ার এই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।