VIDEO: বিশাল একটা সাপকে আস্ত গিলে নিলো শাখামুটি সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Snake Viral Video: আমরা কমবেশি সবাই বিভিন্ন সাপের নাম শুনেছি। তবে আপনারা ‘শাখামুটি’ সাপের নাম শুনেছেন বা দেখেছেন কোনোদিন? আপনারা সাপটিকে অন্য নামে চেনেন বা জানেন। কালাস, হ্যাঁ ঠিক এই নামেই যে সাপটিকে বেশিরভাগ মানুষ জানে। তবে এর আসল নাম শাঁখামুটি। কালো ও হলুদ এই সাপটি প্রায় ২.৫ ফুট লম্বা হয়। এবার একটি ভিডিওর মাধ্যমে দেখা গেল সেই সাপের একটি ভিডিও।
ভিডিওটিতে দেখা গেল, এই শাখামুটি সাপ একটি বাড়িতে ঢুকে পড়েছিল। যেখান থেকেই সাপটিকে উদ্ধার করা হয়। একটি যুবক যিনি বিভিন্ন জায়গায় সাপ ধরে থাকেন তিনি এই সাপটি ধরলেন। প্রথমে কিছুতেই ধরা দিতে চাইছিলো না। তবে অবশেষে যুবকের কাছে হার শিকার করে নিতে হয় সাপটিকে।
এই সাপটির একটি বিশেষ ব্যাপার আছে জানেন সেটা কি? এই ধরণের সাপ ‘ফণা’ তুলতে পারে না। সবসময় মাটির সাথে একে বেঁকে চলে। প্রচন্ড বিষধর এই সাপ তবে খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে। যে কারনে মানুষকে কোনোদিনই কামড়ায় না তবে বিষধর সাপ এদের প্রধান খাদ্য। ভিডিওতে দেখা গেল শাঁখামুটি সাপটি একটি জলজ্যান্ত সাপ গিলে খেয়ে ফেলেছিলো। তবে আবার সেটা বের করে দেয়।
এক বছর আগে ভিডিওটি ‘সমীরণ বারিক’ নামের ইউটিউব (Youtube) থেকে আপলোড করা হয়েছিল। নতুন করে ভাইরাল (Viral) হতেই ভিডিওটি ৮ লাখের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। ‘সাপ সম্বন্ধে জানতে পেরে বাঙালি জাতি অনেক উপকৃত হবে। আপনার এই ভিডিওর জন্য ধন্যবাদ। তবে একটা অনুরোধ বিষাক্ত সরিসৃপ ধরার সময় অনেক বেশি সতর্ক থাকবেন’ -লিখেছেন এক নেটিজেন। অন্য একজন লিখেছেন -‘অসাধারণ, সম্পূর্ণ নতুনত্ব এই ভিডিওর কনটেন্ট’। উল্লেখ্য, সাপটি হুগলি জেলা চন্ডীতলা থানার অন্তর্গত গড়ালগাছা থেকে উদ্ধার করা হয়েছে। সমীরণ এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করে থাকেন বলে জানিয়েছেন ভিডিওর মধ্যে।