Viral: মুহূর্তেই আস্ত একটি ইঁদুরকে উগরে দিল বিশালাকার কোবরা, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে সাপ নিয়ে বিভিন্ন সচেতনতা মূলক ভিডিও দেখা যায়। তবে বাড়িতে সাপ ঢুকলে কি অবস্থা হবে মানুষের সেটা আলাদা করে বলার দরকার নেই। বর্তমানে কিছু মানুষ আছেন যারা বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধার করেন। সেই সূত্র ধরেই মির্জা মোহ: আরিফ নামের এক ব্যক্তি খুবই ভাইরাল হয়েছে। ওড়িশার ভদ্রকে গ্রামাঞ্চলের একটি মাটির ঘরের মধ্যে ঢুকে গেছে এক মাঝামাঝি দৈর্ঘ্যর ভয়ঙ্কর কোবরা (Cobra) সাপ।
ভিডিওর শুরুতেই মির্জা পৌছালেন সেই বাড়ির সামনে। ঘরে ঢুকে দেখেন চৌকির এক দিকে গুটি মেরে সাপ লুকিয়ে আছে। সে খুব সাবধানের সাথে সাপটিকে ধরে ফেলেন। আসতে আসতে ঘরের বাইরে নিয়ে আসেন। মির্জা জানান বড়ো কোবরার থেকে ছোট মাপের কোবরা বেশি ভয়ঙ্কর। কারণ তারা কামড়ানোর সময় সব শক্তি দিয়ে বিষ মানুষের মধ্যে ছেড়ে দেয় যে কারণে খুবই ক্ষতি হয়।
ভিডিওর মাঝে সাপটি একটি ইঁদুরকে উগরে দেয় যা পূর্বে সে খেয়ে ফেলেছিলো। শেষে ব্যাগের মধ্যে পুড়ে মির্জা সে সাপটিকে নিয়ে যায়। তবে নেটিজেনদের মধ্যে তৎপরতা বাড়ানোর দায়িত্ব নিতে বলেছেন। সাপ কামড়ালে সোজা হাসপাতালে যেতে বলেছেন সবাইকে। ‘Mirza MD Arif’ নামের তার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে কয়েক ঘন্টা আগে।
এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে আরিফের উদ্দেশ্যে। সবাই তার এমন সাহসীকতার দুর্দান্ত প্রশংসা করেছেন। মির্জার এই সাপ ধরার প্রতিতি ভিডিও খুবই জনপ্রিয়। ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে সবার সামনে তুলে ধরেন যার ফলে তাঁর চ্যানেলে বর্তমানে ২৭.৩ লাখ সানস্ক্রিইবার্স আছে।