×
OffbeatViral Video

দুর্দান্ত কায়দায় বোতল দিয়ে মাছ ধরলেন যুবক, রইল ভিডিও

বর্শি বা ছিপের মাধ্যমে তো মাছ ধরেছেন কিংবা বিভিন্ন সময়ে মাছ ধরা দেখেছেন। তবে মাছ ধরার অন্যান্য কৌশল সম্পর্কে জানেন? যেখানে প্লাস্টিক বোতলের মধ্যে ভরে ভরে মাছ ধরা যাবে। এক যুবক এবার তেমনই একটি মাছ ধরার দুর্দান্ত কৌশল নয় হাজির হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নিচে সেই বিশেষ পদ্ধতি আপনাদের ধাপে ধাপে দেখানো হলো।

দুর্দান্ত কায়দায় বোতল দিয়ে মাছ ধরলেন যুবক, রইল ভিডিও -

১) প্রথমে কোল্ড্রিংসের ফাঁকা প্লাস্টিক বোতল নিয়ে নেবেন।

২) প্লাস্টিকের বোতলের ছিপির সঙ্গে বড়ঁশির সুতো বেঁধে দিন শক্ত করে।

৩) গেঁড়ি-গুগলি কিংবা মাছের খাবার আপনার বড়ঁশির মধ্যে মাছ ধরার টোপ হিসাবে বেঁধে নিন।

দুর্দান্ত কায়দায় বোতল দিয়ে মাছ ধরলেন যুবক, রইল ভিডিও -

৪) এবার মাছ ধরার পুকুরে গিয়ে সেই বোতল গুলি ফেলে দিন। ফাঁকা বোতল জলের উপরে ভেসে থাকবে সবসময়।

৫) কয়েক ঘন্টা পর দেখা যাবে প্রত্যেকটি বোতলে টান পড়ছে এবং প্রত্যেকটি বড়শিতে একটি করে মাছ আটকে রয়েছে।

এর ফলে আপনাকে ছিপের মতো অনেক সময় ধরে অপেক্ষা করতেও হবে না। ‘ভিলেজ ফিশারম্যান’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। তাই বোঝার সুবিধার জন্য এই ভিডিওটি আপনারা খুব ভালো করে দেখে নিতে পারেন। সেই যুবকের নতুনত্ব ভাবনার তারিফ করেছেন আট থেকে আশি সকলেই।