×
VideoViral Video

Viral Snake Video: বাথরুমের কোমড থেকে ফনা তুলছে ভয়ঙ্কর কোবরা সাপ, ভাইরাল ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের

সোশ্যাল মিডিয়া খুললেই এখন খুব ভাইরাল (Viral) হয় ওঠে বিভিন্ন ধরণের সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কার্যকলাপ মন জয় করে নেয় নেটিজেনদের। সাপ (Snake) দেখলেই একটা গা ছমছমে ব্যাপার থেকেই যায়। আর সব থেকে ভয় লাগে যখন মানুষের কাছাকাছি চলে আসে কোনো সাপ। সব মানুষেরই যেন হাড়হিম হয়ে যাওয়ার সামিল হয় এই সাপ দেখলে। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা অতীতের সব ভিডিওর থেকে উর্দ্ধে। বাথরুমে কোমডের মধ্যে ঢুকে গেছে এক কালো কোবরা সাপ (Cobra Snake)।

Viral Snake Video: বাথরুমের কোমড থেকে ফনা তুলছে ভয়ঙ্কর কোবরা সাপ, ভাইরাল ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের -

যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। দেখা যাচ্ছে, একটি বাথরুমের কোমডের মধ্যে ঢুকে গেছে কালো রঙের কোবরা সাপ। আর তা নিয়েই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তাকে সেখান থেকে বের করার বিভিন্ন উপায়ে চেষ্টা করলেও কোনো কিছুই ঠিক করে কাজে আসে না। কোনো সময় লাঠি আবার কোনো সময় হাঙ্গার দিয়ে সেই সাপ তাড়ানোর চেষ্টা ক্রমাগত চলতে থাকে।

Viral Snake Video: বাথরুমের কোমড থেকে ফনা তুলছে ভয়ঙ্কর কোবরা সাপ, ভাইরাল ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের -

তবে ফণা তুলে সাপটি বারংবার ছোবল মারতে দেখা গেছে। যে কারণে ভয়ে কেউ কাছে যেতেও পারেনি। তবে এক ব্যক্তি সাহস করে এগিয়ে এসে সাপটির শরীরে খোঁচা দিলে সে কোমড থেকে বেরিয়ে আসে। বাথরুমের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। সেই ব্যক্তি আবার হাতের লাঠি দিয়ে বাইরের রাস্তা দেখিয়ে দেয়। তারপরে ধীরে ধীরে সে সেই সাপকে বাইরের দিকে প্রস্থান করতে দেখা যায়। তবে এই ঘটনাটি ঘটেছে কোথায় তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

‘ওয়াইল্ড কোবরা’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। এমন একটা ভিডিও দেখে  কার্যত সবাই ব্যাপক ভয় পেয়েছেন। এক নেটিজেন লিখেছেন -‘খুবই ভয়ঙ্কর দেখতে এই সাপটাকে’। আবার অন্য একজন লিখেছেন -‘লোকটি সাহস করেছে বলেই সাপটা বেরোতে পারলো নাহলে ওখানেই থাকতো।’ বাড়িতে রান্নাঘরে কিংবা বেডরুমে সাপ ঢুকে যাওয়ার মতো ঘটনা সংবাদমাধ্যমের সাহায্যে শোনা গেলেও কোমডের মধ্যে সাপ ঢুকেছে এমন দৃশ্য প্রথম দেখলো নেট নাগরিকরা। তাই বাথরুমে যাওয়ার সময় একটু ভালো করে দেখে নেবেন বিশেষত রাতে। মনে রাখবেন সতর্ক থাকলেই কিন্তু ভালো থাকবেন।