×
VideoViral Video

জুতো থেকে হঠাৎ ফনা তুলে বেরিয়ে এলো ভয়ঙ্কর কোবরা সাপ, ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের

জুতো পরতে যাচ্ছেন আর হঠাৎ জুতোর ভিতর থেকে ফণা তুললো এক কিং কোবরা। শুনেই আঁতকে উঠলেন তাই তো! তাহলে একবার ভাবুন তো যার সাথে এমন ঘটনা ঘটেছে তার অবস্থা ঠিক কেমন হবে। আসলে এরকম ঘটে যাওয়া বহু ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই চলে আসে আমাদের সামনে। এক জৈনক ব্যক্তি তার টুইটার থেকে হাড়হিম করা একটি ভিডিও শেয়ার করেছে যা দেখে মুহূর্তের মধ্যেই হয়ে উঠেছে ভাইরাল (Viral)।

জুতো থেকে হঠাৎ ফনা তুলে বেরিয়ে এলো ভয়ঙ্কর কোবরা সাপ, ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের -

কর্নাটকের মাইসরে ঘটেছে এই বিশেষ ঘটনাটি। যেখানে এক ব্যক্তি জুতো পরতে যাচ্ছিলেন। কিন্তু জুতো নাড়া দিতেই দেখা যায় একটি ছোট মাপের কিং কোবরা (King Cobra) উঁকি দিচ্ছে। তবে সাপটি যে তুলনায় অনেকটাই ছোট সেটা দেখে বোঝা যাচ্ছে। সে কারণেই ঐ ছোট জুতোর মধ্যে ঢুকতে পেরেছে সে।

জুতো থেকে হঠাৎ ফনা তুলে বেরিয়ে এলো ভয়ঙ্কর কোবরা সাপ, ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের -

অন্যমনস্ক হয়ে যদি জুতোটা পায়ে পরে নিতেন সেই ব্যক্তি তাহলে বিপদ হতো খুবই তা ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু কিভাবে আসল এই জুতোর মধ্যে সাপটা সেটা জানতে চেয়েছেন অনেকেই। ভিডিও দেখে তাই সবাই বলেছেন জুতো বা এই ধরণের জিনিস পরার আগে অতি অবশ্যই ভালো করে দেখে নিতে।

২ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই লাইক, কমেন্ট ও রি-টুইট করেছেন বহু মানুষ। এমন একটা ভিডিও দেখে যেন আঁতকে উঠেছেন সকলেই। তবে সোশ্যাল মিডিয়া যে সবাইকে সতর্ক ও ভালো শিক্ষা দেয় সেই ব্যাপারেও বলেছেন অনেকে।