OffbeatVideoViral Video

Viral: থেমে গিয়েছে যান চলাচল, রাস্তা পারাপার করছে বিরাট আকৃতির অ্যানাকোন্ডা, ব্যাপক ভাইরাল ভিডিও

Advertisement

Viral Video Of Anaconda: পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী সাপ। দূর থেকে দেখলেও মানুষের হাড়হিম হয়ে যায়। তাও যদি সেই সাপ হয় অ্যানাকোন্ডা। তাহলে তো মানুষ সামনে যাওয়ার আগে দশবার ভাববে। কারণ অ্যানাকোন্ডার (Anaconda) লেজে এমন শক্তি আছে যা একটি মানুষের শরীরের হাড় ভেঙে দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন এমন সাপের থেকে সবসময় দূরে থাকার উচিত। তবে এবার এমন এক ভিডিও দেখা গেল যা আপনার হাড় হিম হয়ে যাবে।

Viral: থেমে গিয়েছে যান চলাচল, রাস্তা পারাপার করছে বিরাট আকৃতির অ্যানাকোন্ডা, ব্যাপক ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের এক বিশাল অ্যানাকোন্ডা সাপ রাস্তার মধ্যে দিয়ে পারাপার করছে। রাস্তার এক দিক থেকে এসে সে নিজের মতো ডিভাইডার টপকে সামনের ঝোপের মধ্যে চলে গেল। এমন সময় রাস্তার সব গাড়ি দাঁড়িয়ে পড়ে। আসে পাশের সব লোক নিজের ফোনের ক্যামেরায় এমন সাংঘাতিক এক মুহূর্ত বন্দী করে নেন।

 

View this post on Instagram

 

A post shared by Snakes are the Best (@snake.wild)

‘snake. wild’ নামের এক Instagram পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। হাজার হাজার ভিউস ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। তার সাথেই প্রায় ২০ হাজার লাইক এসেছে। এমন ভিডিও এর আগে নেটিজেনরাও হয়তো দেখেনি। আপনি কি দেখেছেন এর আগে এরম হাড়হিম করা ভিডিও? তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান।