Viral VideoVideo

সাপেদের বন্ধু বানিয়েছে ৮ বছরের মেয়ে, ভিডিও দেখলে অবাক হবেন আপনিও

সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে নানান অবাক ঘটনা ভাইরাল (Viral) হয়। যা কখনও আনন্দ দেয় আবার যা কখনও অবাক করে তোলে। সম্প্রতি তেমনই একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন মানুষজন। সাপের নাম শুনলে যে কেউই ভয় পায়। আর সেই সাপ যদি হয় বিষধর কোবরা তাহলে তো কোনো কথাই নেই।

মূলত সাপকে সকলেই বিষধর প্রাণী হিসেবেই চেনেন। আর তাদের মধ্যে এমন অনেক সাপ আছে যাদের দংশনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকালকার দিনে মানুষের পাশাপাশি সাপেরও নানান ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়। সম্প্রতি তেমনই একটি সাপের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, ৮ বছরের একটি বাচ্চা মেয়ে সাপকে সঙ্গে নিয়েই জীবন কাটাচ্ছেন।

ভারতবর্ষের ঘাটামপুরের বাসিন্দা ওই মেয়েটি। বাড়িতে তার বাবা-মা সহ দুই ভাই ও ছয় বোন আছে। আর যারা আছে তারা হল ছয়জন কিং কোবরা সাপ। মেয়েটির কথা এই ছয় সাপ নাকি তার ভালো বন্ধু। ভিডিওতে দেখা যাচ্ছে যে, মেয়েটি একটি ট্র্যাঙ্কের ভিতর থেকে একটি কিং কোবরা সাপকে বের করে সেটিকে গলায় পেঁচিয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। মেয়েটি জানিয়েছেন যে, তিনি স্কুলে যেতে চান না। সে তার বাবার মতো সাপ ধরতে চান।

আর যথারীতি সেই মতোনই সে বাবার সঙ্গে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সাহসের সঙ্গে সাপদের ধরে। ওই ভিডিওতে এও দেখা যাচ্ছে যে, একটি সাপ তাকে কামড়ও দেয়। যথারীতি তার হাত দিয়ে রক্তও বেরোয়। কিন্তু তাতে মেয়েটির ভ্রূক্ষেপ নেই। বরং সে বলছে সাপের খিদে পেয়েছিল তাই খেয়েছে। এককথায় বলতে গেলে বাকি পাঁচটা মানুষের মতোই সে সাপেদের সঙ্গে মিলে থাকে। যথারীতি এই ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।