১০৫ বছর বয়সী বাবার জন্মদিনে শিস দিয়ে গান শোনাচ্ছে ৭৫ বছরের ছেলে, দেখে মুগ্ধ নেটবাসীরা

পিতা ১০৫ ও পুত্রের বয়স ৭৫ বছর। এ যেন বিদ্যালয়ের ক্লাস ঘরে বসে থাকা সেই অংকের প্রশ্নের কথা মনে করিয়ে দেয়। এবার নেহাত সমষ্টি জিজ্ঞেস করা হবে? না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা না হলেও ঠিক সেই প্রশ্নের আদতেই এক পিতা ও পুত্রের দুর্দান্ত মুহুর্ত ভিডিও আকারে সামনে এসেছে। তামিলনাড়ুর একটা ছোট্ট ভিডিও যেন পৃথিবীতে ছড়িয়ে থাকা বাবা ও তাঁদের সন্তানদের চোখের কোনে কার্যত জল এনে দিয়েছে।
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন গুডপারসনশ্রিনি নামে এক ব্যক্তি। যেখানে দেখা যাচ্ছে, এক বিছানায় শুয়ে বাবাকে কিছু একটা বলে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন তাঁর পুত্র। বাবার বয়স ১০০+ তাই সব কথা বুঝে উঠতে পারেন না। যে কারণেই হঠাৎ গান গেয়ে ওঠেন তাঁর পচাত্তরউর্দ্ধ পুত্র। এই গান শুনে যে ১০৫ বছরের বাবারও মন ভালো হয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না।
টুইটারে এই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল -‘বাবার বয়স ১০০+, ছেলের বয়স ৭৫। আগামী প্রজন্ম কি এই ধরনের সম্পর্ক বজায় রাখতে পারবে?” তবে জগন্নাথন নামে এক ব্যক্তি সেই ভিডিও কমেন্ট বক্সে এসে লিখেছেন সেই ভিডিওতে যিনি গান গাইছেন সে নিজে। তাঁর কথায়,’তিনি আমার বাবা,তাঁর বয়স এখন ১০৪ বছর। ১৯সে জানুয়ারি আমরা তাঁর ১০৫ তম জন্মদিন উদযাপন করছিলাম। আমার ভাইয়েরা তাঁর সঙ্গেই ছিলাম সে দিন। আমার বয়স ৭৪ বছর। চলতি বছর ১৭ই জানুয়ারি আমি আমার ৭৫ তম জন্মদিন উদযাপন করেছি।”
Father is 100+, son is 75. Can the coming generation sustain such relationships 🙏 pic.twitter.com/QHhcqBSOnC
— Tweet-today🇮🇳 (@goodpersonSrini) February 16, 2023
২ লক্ষ ৮১ হাজার ভিউজ ছাড়িয়ে গেছে সেই ভিডিওতে। এখনও পর্যন্ত হাজার হাজার রি-টুইট ও লাইক এসেছে। কেউ লিখেছেন ‘বাবা ও ছেলের সম্পর্ক সত্যি অসাধারণ’ তো দ্বিতীয় জনের বক্তব্য -‘সবার বাবারা যেন এমনি ১০০ বছরের আয়ু পান’। এই ভিডিওটি নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে সেটা নেটিজেনদের উন্মাদনা দেখেই স্পষ্ট।