জঙ্গল থেকে বেরিয়ে এসেছে ৫ মাথাবিশিষ্ট দুর্লভ প্রজাতির সাপ! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছে একটি ‘গোখরো সাপ’ যার একসাথে পাঁচটি মাথা আছে।

সাপ দেখলেই আমরা যেদিকে খুশি পালানোর চেষ্টা করে থাকি। কিছু এমন ভিডিও থাকে যা হাড়হিম করে দেওয়ার সামিল। আবার অনেক ভিডিও দেখতে গিয়ে আমাদের বেশ ভালো লেগে যায়। আসলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন পৃথিবীর সব কিছু খুব সহজেই দেখা যায়। যে কারণে সাপ হোক কিংবা অন্য যেকোনো জন্তু কিছুকেই তোয়াক্কা করেন না নেটিজেনরা। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে সবাই চমকে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছে একটি ‘গোখরো সাপ’ যার একসাথে পাঁচটি মাথা আছে। কি শুনেই চমকে উঠলেন তো? আমরা অনেকেই শুধু ভগবান বিষ্ণুর মাথার উপরে পাঁচটি মাথা বিশিষ্ট সাপ দেখে থাকি। এই ধরণের সাপকে ‘শীষনাগ’ বলা হয়ে থাকে। তবে হঠাৎ খোলা রাস্তায় এই ধরণের দৃশ্য দেখে চমকে উঠেছে নেটিজেনদের অনেকাংশ।
তবে জানেন আসল রহস্য টা কি? এটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও। জঙ্গল থেকে একটি গোখরো সাপ বেরিয়েছিল। কেউ সেটার উপরে ফটোশপ করে ৫ টি মাথা বসিয়ে ভিডিওটি ভাইরাল করে দেয়। তবে নেটিজেনদের অনেকে বুঝেছেন যে এই ভিডিও সম্পূর্ণ ফেক। সোশ্যাল মিডিয়ার চক্করে ভাইরাল হওয়া যে কোন ভিডিওকেই আমরা খুব চট করে বিশ্বাস করে নিই। তাই সোশ্যাল মাধ্যমে যা দেখবেন তার সবটা বিশ্বাস করবেন না এটা আবারো প্রমাণিত হলো।