Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Viral Video

খোলা আকাশের নীচে সবুজ মাঠে মুখোমুখি দাঁড়িয়ে তিন গোখরো সাপ! ভিডিও দেখে হাড়হিম নেটবাসীদের

দিনে দুপুরে সোশ্যাল মিডিয়াতে সাপেদের ভিডিও দেখা কিছু অবাক নয়। প্রতিদিন হাজার হাজার ভিডিও মুহূর্তেই আমাদের সামনে চলে আসে। সাপ দেখলে নেটিজেনদের ভয় লাগে তা বলার অপেক্ষা রাখে না। তবে সোশ্যাল মিডিয়ার সাথে সময় কাটিয়ে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে এই ভয়। যে কারণে সাংঘাতিক গোখরো সাপেদের ভিডিওতে ফণা তুলতে দেখলেও কার্যত তেমন কোনো ভয়ের ব্যাপার নেই। তবে সব ভিডিও ছাপিয়ে এবার এক ভয়ঙ্কর ও অন্যরকম দৃশ্য সামনে আসলো যা দেখে চোখ কপালে উঠবে আপনার।

খোলা আকাশের নীচে সবুজ মাঠে মুখোমুখি দাঁড়িয়ে তিন গোখরো সাপ! ভিডিও দেখে হাড়হিম নেটবাসীদের

ভাইরাল ভিডিওতে দেখা গেল, একটি বা দুটি নয় তিন তিনটি গোখরো সাপ। একটি বা দুটি কিন্তু অনেক সময়ই দেখা পাওয়া গেছে। তবে এক সাথে তিন তিনটি গোখরো সাপের দেখা পাওয়া সত্যি বিরল। এই ধরণের ভিডিও দেখলে কিন্তু স্বাভাবতই চমকে যাওয়ার কথা। তিনজন একই সাথে কার্যত ফণা তুলে দাঁড়িয়ে আছে যার মধ্যে দুজন মুখোমুখি ও একজন তাদের পাশে আছে।

সাপগুলি দেখলেই মনে হচ্ছে খুবই বড়ো। তবে কেন ফণা তুলে দাঁড়িয়ে আছে তা ভিডিওর মাধ্যমে বোঝা সম্ভব হয়নি। কিন্তু ভিডিওর মধ্যে সাপগুলিকে কাউকে আক্রমণ করতে দেখা যায়নি। কয়েক সেকেন্ডের এই ভিডিও এখন হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। ‘Raj Koiri’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

অবাক করা এই ভিডিওতে ৬ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে আপাতত। কয়েক সেকেন্ডের এই ভিডিও ঘিরে সাধারণ মানুষদের মধ্যে দেখা গেছে ব্যাপক তরজা। সাপগুলি ফণা তুলে দাঁড়িয়ে থাকার সময় বারংবার জিভ বের করছিলো। আর এর মানে কিন্তু সাপেরা আক্রমণ করতে সম্পূর্ণ প্রস্তুত আছে।