×
VideoViral Video

বাড়ির উঠানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে দুই বিশালাকার কালো সাপ, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল (Viral) হয় উঠেছে বিভিন্ন সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কার্যকলাপ মন জয় করে নেয় নেটিজেনদের। সাপ (Snake) দেখলেই গা শিউরে উঠে সাধারণ মানুষের। যে কোনো মানুষই বেশি সময় সাপ কিংবা তাদের ভিডিও দেখলে ভয় পেয়ে যেত। তবে সময় বদলেছে সাপেদের নিয়ে প্রতিদিন বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ার পেজে সাহায্যে ভাইরাল হয়ে ওঠে। আর সে কারণেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহরহ দেখা যায় এই ধরণের বিভিন্ন নতুনত্ব ভিডিও।

বাড়ির উঠানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে দুই বিশালাকার কালো সাপ, তুমুল ভাইরাল ভিডিও -

কিন্তু এবার যে ভিডিওটি ভাইরাল (Viral) হলো তা সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। দুটি বিষাক্ত কালো সাপের (Black Snake) মধ্যে এমন লড়াই এর আগে দেখেননি কেউ। কালো রঙের দুটি একই প্রজাতির সাপ যারা প্রায় ৮-৯ ফুট লম্বা। হঠাৎ একটি বাড়ির উঠোনে মারণ-বাঁচন লড়াই করতে শুরু করে দেয় তারা। প্রথমে দেখে মনে হবেই একে অপরের সাথে শঙ্খ লেগেছে তবে না তারা লড়াই করছিলো তা পরে বোঝা যায়।

বাড়ির উঠানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে দুই বিশালাকার কালো সাপ, তুমুল ভাইরাল ভিডিও -

একসময় দুজনেই দুজনকে যেমন ছোবল মারছে আবার একে অপরকে পেঁচিয়ে ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কে জিতলো তা জানা যায়নি। কারণ লড়াই করতে করতেই পাশের ঝোপের দিকে চলে গেছে দুটি সাপই। ‘ওয়াইল্ড আসাম’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল বছর তিনেক আগে।

এখনো পর্যন্ত কয়েক হাজার ভিউস ছাড়িয়ে গেছে এই ভয়ঙ্কর ভিডিওটিতে। তবে ভবিষ্যতে যে আরও হাজার হাজার ভিউস ছাড়িয়ে যাবে তা আশা রাখা যায়। দেখে অনেকেই ব্যাপক ভয় পেয়েছেন এমন একটা ভিডিও। এক নেটিজেন লিখেছেন -‘ভয়ঙ্কর ভয়ের একটা ভিডিও’। আবার অন্য একজন লিখেছেন -‘যে এত কাছে গিয়ে ভিডিও করেছে তার সাহস আছে বলতে হবে’। দেখুন এই ভয়ঙ্কর এই ভিডিও আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনার এই লড়াই।