×
NewsTrending

গরিবের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছে, ‘জুতোটা ওর টাকে লাগলে শান্তি পেতাম’, বেজায় আক্ষেপ মহিলার

শুভ্রা নামের ওই মহিলার ছোড়া জুতো লাগেনি পার্থর গায়ে। আর তাতে বড় আক্ষেপ শুভ্রার। এমনকি এও বলেন যে ‛জুতোটা ওর টাকে লাগলে শান্তি পেতাম’।

‛ওকে জুতো মারতেই এসেছিলাম, মেরেছি, এখন খালি পায়ে ফিরছি’, প্রাক্তন শিল্পমন্ত্রীকে জুতো ছুঁড়ে এমনই মত মহিলার। দিনে-দুপুরে এই কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। SSC দুর্নীতি মামলায় বর্তমানে সিজিএ কমপ্লেক্সের অস্থায়ী লকআপে বন্দী রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আদালতের নির্দেশ অনুযায়ী ৪৮ ঘন্টার তফাতে মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে তার। আর সেই মতোন পার্থকে নিয়ে আসা হয়েছিল ইএসআই হাসপাতালে।

এরপর মেডিক্যাল টেস্ট করে সবেমাত্র হাসপাতাল থেকে বাইরে এসেছেন মন্ত্রী মশাই। আর তারই ঘটে এই কান্ড। যদিও শুভ্রা নামের ওই মহিলার ছোড়া জুতো লাগেনি পার্থর গায়ে। আর তাতে বড় আক্ষেপ শুভ্রার। এমনকি এও বলেন যে ‛জুতোটা ওর টাকে লাগলে শান্তি পেতাম’। কিন্তু ওই সময়ে শুভ্রা ওখানে কিভাবে এলেন এমনকি কেনই বা মন্ত্রীকে জুতো পেটা করতে চাইলেন সেই প্রশ্নই নিশ্চই ঘুরছে মনে? একটু অপেক্ষা করুন সবকিছুই খোলসা হবে।

আসলে শুভ্রা ঘরুই নামের ওই মহিলা জোকা ইএসআই তে এসেছেন এক আত্মীয়ের চিকিৎসা করাতে। আর তারপরই পার্থকে দেখামাত্রই এই কান্ড ঘটিয়ে বসেন। যদিও তার এই কাজে সকলেই তাকে সাধুবাদ জানিয়েছেন। বলা ভালো শুভ্রা এখন সাধারণ মানুষের কাছে ‛রিয়েল লাইফ হিরো’। ওই মহিলা এই কান্ড করার পরই সাংবাদিকরা তাকে ছেঁকে ধরেন। এরপরই জানায় তার এই কাজ করার আসল কারণ।

আর সেকথা শুনলে চমকে যাবেন আপনিও। রীতিমতো তিতিবিরক্ত গলায় গর্জে উঠে ওই মহিলা বলেন যে ‛কেন জুতো মেরেছি জানেন না? জনসাধারণ, গরিব মানুষের থেকে টাকা নিয়েছে, তারপর ফ্ল্যাট কিনেছে ওই কোটি কোটি টাকা রাখার জন্য’। এছাড়াও ওই মহিলা আরও বলেন যে ‛ওনাকে এসি গাড়িতে চরানো হচ্ছে? হুইলচেয়ারে বসানো হচ্ছে! ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন। আরও খুশি হতাম জুতোটা যদি ওনার টাকে লাগতো’।