‘মা’ হতে চেয়েছিলেন অভিনেত্রী অর্পিতা, সম্মতি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়! উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ফের মিললো চাঞ্চল্যকর তথ্যের খোঁজ। মা ডাক শুনতে চেয়েছিলেন অর্পিতা। আর তাতে ‛নো অবজেকশন’ সার্টিফিকেট দিয়েছিলেন পার্থ চ্যাটার্জি। সম্প্রতি ইডির পেশ করা চার্জশিটে মিলছে এমনই তথ্য। এই মুহূর্তে রাজ্য রাজনীতি বেশ সরগরম। আর তা পার্থ ও তার ঘনিষ্ঠ অর্পিতাকে (Arpita) নিয়ে। এসএসসি দুর্নীতি নিয়োগ নিয়ে পার্থ ও অর্পিতাকে (Partha-Arpita) গ্রেফতার করার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য।
অর্পিতার একের পর এক ফ্ল্যাট থেকে মিলেছে রাশি রাশি টাকার পাহাড়। সঙ্গে সোনার মূর্তি, হিরে, গয়না, সোনার পেন। এমনকি মিলেছে সোনার আংটি। যেখানে লেখা রয়েছে ‛পি’। তবে এখানেই শেষ নয়। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একাধিক টাকার নথি, বহু টাকার ফিক্সড ডিপোজিট।
আর এরই মাঝে আরও একটি তথ্য মিলেছে। সেখানে জানা যাচ্ছে যে, সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা। আর তাতে পুরোপুরি সম্মতি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি ইডির পেশ করা চার্জশিটে এও উল্লেখ করা রয়েছে যে, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের পারিবারিক বন্ধু ছিলেন। ২০১২ সাল থেকেই দুজন দুজনকে চিনতেন। এমনকি তাদের নামে বেশ কিছু সম্পত্তিও রয়েছে।
‛অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামে একটি যৌথ মালিকানার খোঁজ পেয়েছেন ইডির আধিকারিকরা। যেখানে পার্থ ও অর্পিতার সমান সমান অংশীদারিত্ব রয়েছে। এমনকি অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া গয়না ও টাকা কোনোটিই তার নয় বলেই দাবি করেছেন অর্পিতা। এবার দেখার পালা আগামী দিনে আরও কত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।