Arpita Mukherjee: বর্ষায় জিন্স শুকোচ্ছে না, জেলে বসে সবকিছুর জন্য পার্থকে দুষছেন অর্পিতা

অর্পিতা মুখোপাধ্যায়! নামটা শুনলেই প্রথমবারেই একজনের মুখ ভেসে আসবে আপনার সামনে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বান্ধবী তিনি। বিলাসবহুল গাড়ি থেকে সিবিআইয়ের ছোট গাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্টের থেকে ৬/৬ কামরার অন্ধকার ঘর এসব এখন নিত্য দিনের সঙ্গী তার। কিন্তু এই জীবন কতদিন চলবে? তা জানা নেই কারোর। এখনো কোর্টে অর্পিতা ও পার্থ বাবুর বিপক্ষে দোষারোপ প্রমাণিত হয়নি। কিন্তু তার আগেই অর্পিতার জীবন হয়ে উঠেছে জেল বন্দীর।
View this post on Instagram
সকালে ব্ল্যাক কফি কিংবা ফলের রস দেওয়া হচ্ছে না আলিপুর মহিলা সংশোধনাগারে। গ্রীন টি খেতেন অর্পিতা। আজ পর্যন্ত সেটাও জোটেনি। রুটি, ডাল ও সবজি প্রতিদিনের খাদ্য। আসে পাশে এমন কেউ নেই যার সাথে দুটো মনের কথা বলবে অর্পিতা। বয়স্কা মা ও ছোট বোন এখনো পর্যন্ত দেখা করতে আসেননি জেলে তার সাথে। তার কৃতকর্ম যে তার পরিবারের মানুষগুলোও মেনে নিতে পারেননি তা স্পষ্ট। একমাত্র জেলে দেখা করতে গেছে অর্পিতার উকিল।
View this post on Instagram
তবে জানা যাচ্ছে আবাসিকরা নিজে থেকে এগিয়ে এসে অর্পিতাকে যথাসাধ্য সাহায্য করছেন। কাপড় কেচে দেওয়া, খাবার এনে দেওয়ার মতো কাজ করছেন অনেকে। একই জামা কাপড় পরে দীর্ঘদিন থাকতে হচ্ছে যা একটুও পছন্দ না নায়িকার। তার উপর এই বৃষ্টির সময়ে জিন্স শুকাচ্ছে না যা মহা সমস্যা। অর্পিতা অবশ্য জিন্স পড়তেই বেশি স্বচ্ছন্দবোধ করেন। কিন্তু এই ভাবেই কি বাকি জীবন কাটবে অর্পিতা মুখার্জীর? তা নিশ্চয়ই শুধু সাধারণ মানুষ না খোদ অর্পিতাও জেলের রুটিতে কামড় দিতে দিতে ভাবছে। তবে সূত্রের খবর, অর্পিতা জেলে বসে নাকি এই সবকিছুর জন্য বন্ধু পার্থ চ্যাটার্জীকে ভালোই দুষছেন।