×
NewsTrendingViral NewsViral Video

Sukanya Mondal: ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’, অনুব্রত কন্যা সুকন্যার নাচের ভিডিও নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

ফাঁকা ঘরে ‛বড়লোকের বিটি লো’ গানে উদ্দাম নাচছে সুকন্যা। তার পরনে রয়েছে নীল রঙের শাড়ি ও ব্লাউজ। খোলা চুলে একের পর এক নাচের স্টেপে তাক লাগিয়েছেন অনুব্রত কন্যা।

Sukanya Mondal Dance Video: এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড় ‘এস এস সি’ দুর্নীতি মামলা নিয়ে। আর তার সঙ্গে জুটেছে গরু পাচার সহ টেট কেলেঙ্কারি মামলা। আর এরই মাঝে ভাইরাল অনুব্রত কন্যা শিল্পী সুকন্যার (Sukanya Mondal) নাচের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে, ফাঁকা ঘরে ‛বড়লোকের বিটি লো’ গানে উদ্দাম নাচছে সুকন্যা। তার পরনে রয়েছে নীল রঙের শাড়ি ও ব্লাউজ। খোলা চুলে একের পর এক নাচের স্টেপে তাক লাগিয়েছেন অনুব্রত কন্যা। খুব সম্ভবত ২০২০ সালের ১০ জুন সুকন্যা তার ফেসবুক হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।

এতদিন ভিডিওটি (Video) নেটিজেনদের নজরে না এলেও অনুব্রতর গ্রেফতারি ও সুকন্যার চাকরি বিতর্কের পর এই ভিডিও এখন সকলের ফোনে ফোনে ঘুরছে। এই গানটি বহু পুরোনো হলেও কিছুবছর আগে আবার নতুন করে হিট হয়েছিল। আর তারপর সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই এই গানের উপর রিল ভিডিও বানান। আর সেই তালিকায় বাদ যায়নি অনুব্রত কন্যাও। এই মুহূর্তে অনুব্রতর (Anubrata Mondal) উপর মানুষের ক্ষোভ তীব্র।

এমনিতেই যুক্ত গরু পাচার কাণ্ডের সঙ্গে। আর তারমধ্যেই আবার তার মেয়ে সুকন্যা মন্ডল যেকিনা টেট পরীক্ষায় ডাহা ফেল করেছেন সে আবার চাকরি পেয়েছেন। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ জুড়ে। এমনিতেই টেট ফেল। তারউপর আবার স্কুলেই যেতেন না। রেজিস্টারের খাতা ঘরেই আসতো। সই করেই পেয়ে যেতে মাসের মোটা মাইনে। এমন সুখ কেই না চায় বলুন তো দেখি? তবে মিথ্যে সুখ যে বেশিদিন সহ্য হয়না তার প্রমান মিললো হাতেনাতেই। সম্প্রতি অনুব্রত কন্যার নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে। যদিও ‘Humppy’ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।