×
NewsTrending

Arpita Mukherjee: টাকার পাহাড়ের মাঝে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার দুটি ‘সেক্স টয়’! খবর ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

Arpita Mukherjee: এবার প্রকাশ্যেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে খোঁচা শ্রীলেখার। এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম একটাই কারণে আর তা হল পার্থ-অর্পিতার সম্পর্কের জের সহ অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া কোটি কোটি টাকা সহ সোনার গয়না। মাত্র কয়েকটি টলিউড ছবিতে মুখ দেখানো এই নায়িকার ফ্ল্যাটের বেডরুম আর বাথরুম থেকে মিলেছে কোটি কোটি টাকার প্যাকেট। তবে শুধু টাকা আর গয়নাই নয় মিলেছে সেক্স টয়।

আর সেই দেখেই এবার মোক্ষম মন্তব্য করে বসলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেক্স টয় সংক্রান্ত খবরের স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী লিখেছেন যে ‘আহারে, তোমরা যেনো কী??? পার্থ বাবুর একটু ইচ্ছে করতে পারে না!!! সোনা বয়স বাধা নয়, জাতও কোনও বাধা নয়, সেক্স বারবার #এগিয়ে বাংলা’। বেশ কয়েকদিন ধরে পার্থ-অর্পিতা চর্চা তুঙ্গে। আর সেই নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন শ্রীলেখা।

অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা ও গয়না উদ্ধার হওয়ার পর অর্পিতাকে কটাক্ষ করে শ্রীলেখা লিখেছেন যে মা বাবা কি শিক্ষা দিলো গো? কেন তৃণমূলী হলেম না গো! (আহা সবকিছু সিরিয়াসলি নিতে নেই)। এমনকি বাংলার পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী এও বলেছেন যে ‛এ রাজ্যে না জন্মালেই ভালো হতো। বড্ড দমবন্ধ লাগছে’।