Whatsapp-এ এলো নতুন ফিচার্স, এখন রিচার্জ না থাকলেও করতে পারবেন চ্যাট ও কল! জানুন বিস্তারিত

সম্পূর্ণ ভারতে ৪৯০ মিলিয়ন মানুষ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। তার থেকে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে কয়েক মিলিয়ন ব্যবহারকারী আছে এই অ্যাপের তা বলার অপেক্ষা রাখে না। আপনার ফোনে ইন্টারনেট উপলব্ধ থাকলেই চ্যাট হোক কিংবা ভয়েস কল সবকিছুর মজা উঠাতে পারবেন। তবে কার্যত এবার আরও এক ধাপ এগিয়ে গেল এই সংস্থা।
হোয়াটসঅ্যাপ শর্টকাট কলিং অপশন হিসেবে নতুন এই ফিচার আসতে চলেছে। যেখানে সাধারণ ডায়ালের মতো কল করার সুবিধা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। এন্ড্রয়েড বিটা ইউজাররা এই শর্ট কাট কলিং অ্যাক্সেস করতে পারবেন। Google Play Store থেকে হোয়াটসঅ্যাপের ২.২৩.৩.১৫ ভার্সন ডাউনলোড করে নিতে হবে।
নতুন কলিং শর্টকাট ফিচারের সাহায্যে কলিং এর জন্য আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্ট লিস্ট সহজেই এক্সেস করা যাবে। ফোনের কলিংয়ের সুবিধার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ খোলার কোনো দরকার হবে না। ইউজাররা একটি মাত্র সিঙ্গেল ট্যাপ করেই কল করতে পারবেন। এই ফিচারটি ডিভাইসের হোম স্ক্রিনে শর্টকাটে যুক্ত করা থাকবে। WABetaInfo-এর মতে এই নতুন কলিং শর্টকাট ফিচার অ্যাপের সঙ্গেই অন্তর্ভুক্ত থাকবে।
এর আগেও হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা আগে থেকেই আছে। যেমন শুধু বাংলা বা ইংলিশ ভাষাই নয় মোট ১১ রকমের দেশীয় ভাষায় আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। বড়ো যেকোনো ধরণের ফাইল আপনি অনায়েসেই শেয়ার করতে পারবেন। তাহলে আর চিন্তা কি ফোনে যথাযথ ব্যালেন্স না থাকলেও এক ট্যাপেই প্রিয় মানুষের কাছে ফোন পৌঁছে দেবে হোয়াটসঅ্যাপ।