×
Tech News

মাত্র ৪৭ হাজার টাকায় বাজারে এল দুর্দান্ত বাইক, ১ লিটারে ছুটবে ৯০ কিমি

ভারত হল ধর্ম নিরপেক্ষ দেশ। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে থাকে। সবার কর্মসংস্থান ভিন্ন ভিন্ন, রোজকার ভিন্ন। তাই এইসব কথা মাথায় রেখে সবাই যাতে বাজাজের বাইক চড়তে পারে তার একটা উপায় বের করেছে বাজাজ। সবার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মডেলের বিভিন্ন বাজেটের বাইক মার্কেটে লঞ্চ করেছে বাজাজ। এই কোম্পানির বাইক গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইকটি হলো Bajaj CT100। এবার বাজাজj ভারতের বাজারে লঞ্চ করলেন CT100 এর আপডেট ভার্সন CT100kS।

নতুন মডেলের বাইকটিও ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একদিকে অসাধারণ মাইলেজ আবার অন্যদিকে একদম বাজেট ফ্রেন্ডলি দাম এই নতুন মডেলের বাইকটিকে করে দিয়েছে বাজারে জনপ্রিয় হওয়ার সুযোগ। CT100 KS বাইকটি একদম আপনার জন্যই বানানো হয়েছে যদি আপনি খুবই কম টাকা রোজকার করেন অথচ নিত্যদিন যাতায়াত করার জন্য আপনার একটি বাইকের খুবই প্রয়োজন হয়ে ওঠে। বাইকটির সমস্ত ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ADVERTISEMENT

Bajaj CT100 KS স্পেসিফিকেশন: সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং ১০২ সিসির ৪ স্ট্রোক আছে এই নতুন Bajaj CT100 KS বাইকে। বাইকটিতে ৪ স্পিড মিনুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স রয়েছে। এই ইঞ্জিন থেকে ৭৫০০ rpm এ ৮ bhp পাওয়ার এবং ৫৫০০ rpm এ ৮.৩৪ Nm পরিমাণ টর্ক উৎপন্ন হয়। ১১৫ কেজির বাইকটির ১৭০ মিমি গ্ৰাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটি প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রাখে।

বাইকটিকে আরাম দায়ক করে তুলতে সামনের চাকায় ১২৫ মিমির হাইড্রোলিক ট্রেলিস্কোপ সাসপেনশন ও ১০০ মিমির স্পিং ইন স্পিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটি ১ লিটার প্রেট্রোলে ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বাইকটির প্রধান আকর্ষনের কারণ হলো এর মাইলেজ। রিয়াল ওয়ার্ল্ড কন্ডিশন টেস্টে প্রমান হয়েছ বাইকটি শহরে ৬০ কিমি ও হাইওয়েতে ৭৫ কিমি দেয়। বাইকটিতে ১০.৫ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক অবস্থিত।

এই বাইকটিতে রং এর অপশন আছে গ্লস ইভনি ব্লাক, ম্যাট অলিভ গ্ৰীন ও গ্লস ফ্লেম রেড। CT100 ৬.৮ মিলিয়ন বিক্রি হওয়ায় এই নতুন মডেলের বাইকটির দাম সাধারণ মানুষের কথা মাথায় রেখে ঠিক করা হয়েছে। দিল্লির এক্স শোরুমে আপনি ৪৬,৪৩২ টাকায় বাইকটি পেয়ে যাবেন। যদি আপনি কমদামে ভালো বাইক কিনতে চান তাহলে Bajaj CT100 KS এর উপর নজর রাখুন।

ADVERTISEMENT

Related Articles