মাত্র 750 টাকায় ঘরে আনুন 108MP ক্যামেরা যুক্ত Poco-র এই 5G ফোন! অফার মিস করলে পস্তাবেন
দারুন খবর! মাত্র 750 টাকায় পাওয়া যাচ্ছে Poco X5 Pro 5G, কিনে ফেলুন আজই

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরে শুরুর দিকেই বাজারে লঞ্চ করেছে Poco X5 Pro 5G। এই ফোনে রয়েছে অক্টো কোর Snapdragon 778G চিপসেট। সঙ্গে Adreno 642L GPU। রয়েছে ডুয়েল সিমের সুবিধা। মিডল রেঞ্জের এই ফোন বেশ পছন্দ তরুণ প্রজন্মের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে মাত্র 750 টাকা ব্যয় করলেই ঘরে নিয়ে আসা যাবে Poco X5 Pro 5G। কী অবাক হয়ে গেলেন? অবিশ্বাস্য মনে হলেও এ কথা একেবারেই সত্যি। কোথায় পাওয়া যাচ্ছে এত কম দামে এই ফোন? কীভাবেই বা কিনবেন? জেনে নেওয়া যাক বিস্তারিত।
Poco X5 Pro 5G Specification
এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি Amoled ডিসপ্লে। যেখানে পাওয়া যাবে 120 Hz রিফ্রেশ রেট। থাকছে 240 Hz টাচ স্যাম্পলিং রেট এবং HDR 10+ সাপোর্ট। সঙ্গে 8GB LPDDR4x RAM ও 256 GB UFS 2.2 স্টোরেজ।
এই ফোনের পেছনের দিকে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 108MP ISOCELL HM2 ম্যান সেন্সার। এছাড়াও রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP মেট্রো ক্যামেরা। ভিডিও কলিং এর জন্য পেয়ে যাবেন 16 MP ফ্রন্ট ক্যামেরা। রয়েছে 5000 mAh ব্যাটারি। সঙ্গে 67W ফার্স্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন 181 গ্রাম।
এবার আসা যাক মূল বিষয়
মাত্র 750 টাকায় এই ফোন কিনতে হলে প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে Flipkart এ।
এরপর সেখান থেকে ‘Buy Now’ অপশনে ক্লিক করে বেছে নিতে হবে EMI অপশনটি।
এরপরই আপনার চোখে পড়বে 750 টাকায় এই ফোন কেনার সুযোগ।
এর জন্য অবশ্য আপনাকে বেছে নিতে হবে Flipkart Pay Later অপশনটি।
এক্ষেত্রে অতিরিক্ত 24% সুদে মাত্র 750 টাকায় পাওয়া যাবে এই ফোন।
ফোন কেনার পর আগামী 48 মাস 750 টাকা করে দিতে হবে গ্রাহকদের।
Flipkart থেকে অ্যাস্ট্রোল ব্ল্যাক, হরাইজেন ব্লু এবং পোকো ইয়েলো রঙে কেনা যাবে এই ফোন।
Poco X5 Pro 5G Price
Poco X5 Pro 5G ফোনটির দাম শুরু হচ্ছে 22,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM+128GB স্টোরেজ। এছাড়াও এই ফোন কেনা যাবে 8GB RAM+256GB স্টোরেজে। এই মডেলের দাম পড়বে 24,999 টাকা।