যা খুশি তাই পোস্ট করেন WhatsApp স্ট্যাটাসে? তবে সাবধান! আসতে চলেছে নতুন আপডেট

হোয়াটসঅ্যাপ ছারা একটা দিনও চলে না এই যুগে। আগে সাধারণ মেসেজ করার সুবিধা থাকলেও স্মার্ট ফোনের দৌলতে সেটা বদলে গেছে হোয়াটসঅ্যাপে। মেটা ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে যুক্ত করা হয়েছিল গ্রুপ ভিডিও কল, ডিলিট মেসেজের মতো নানা ফিচার। তবে এবার মেটা সংস্থা তাদের হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানের জন্য নতুন একটি ফিচার্স নিয়ে হাজির হবে বলে শোনা যাচ্ছে।
ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্টেটাস সেকশনটিকেও আপগ্রেড করার চিন্তাভাবনা করছে মেটা। আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কোনও ব্যক্তি একটি অশালীন কিংবা হিংসা জড়িত স্টেটাস আপলোড করলেই কার্যত কেলেঙ্কারি হবে এবার। হ্যাঁ নতুন এই ফিচার্স মানেই আপনি সমাজের জন্য ক্ষতিকর এমন কিছু পোস্ট করতে পারবেন না।
সেখানেই এমন স্টেটাস দেখলে আপনি ডেস্কটপ ভার্সানেই ‘রিপোর্ট স্টেটাস’ অপসনটিতে ক্লিক করে রিপোর্ট করতে পারবেন অনায়েসেই। কি ভাবছেন স্মার্ট ফোনে কবে আসবে এই ফিচার? চিন্তা নেই মেটা সংস্থা প্রথমে ডেস্কটপে এই ফিচার্স আনবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাড়াতাড়ি স্মার্ট ফোনেও এটা নিয়ে আসা হবে বলে জানা গেছে।
আপনাদের জানিয়ে রাখি ডেস্কটপ অ্যাপের জন্য DND ফিচার আনার কথা ভাবছে হোয়াটসঅ্যাপ। DND বা Do Not Disturb এই ফিচারটিও চালু করা হবে। অর্থাৎ ডেস্কটপেও এবার থেকে মেসেজ কিংবা ভয়েস কলের নোটিফিকেশন বন্ধ করে রাখা যাবে। দিন দিন যে খুবই উন্নত হচ্ছে টেকনোলজি তা নতুন করে বলতে হবে না।