বাজারে এলো নতুন Honda Activa 6G H-Smart, দাম ও ফিচারস দেখে অবাক হবেন আপনিও

Honda আবারো গ্রাহকদের কার্যত চমকে দিলো। Activa 6G স্কুটারের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হয়েছে হোন্ডা। নয়া স্কুটারের নাম Honda Activa 6G H-Smart। সম্পূর্ণ স্মার্ট এই স্কুটারে পাঁচটি নতুনত্ব ফিচার্স পাওয়া যাবে। পাঁচটি পেটেন্টেড প্রযুক্তি অর্থাৎ স্মার্ট কি, স্মার্টফাইন্ড, স্টার্টস্টার্ট, স্মার্টআনলক এবং স্মার্টসেফ এই প্রযুক্তি গুলি থাকবে।
১) স্মার্টফাইন্ড- স্কুটারটিকে আপনি যেখানে পার্ক করেছেন সেখানে সহজেই এই ফিচার্স এর মাধ্যমে লোকেট করতে পারবেন একটা বাটন প্রেস করে। যখনই বাটন প্রেস করবেন সঙ্গে-সঙ্গেই স্কুটারের চারটি ইন্ডিকেটর গাড়ির মতো ফ্ল্যাশ করতে থাকবে আর আপনি পেয়ে যাবেন।
২) স্মার্ট কি- এই স্মার্ট কি-র মাধ্যমে চালকরা কোনও চাবি ছাড়াই স্কুটারটি লক ও আনলক করতে পারবেন। ২ মিটার দূড়ে দাঁড়িয়েও চাবি না লাগিয়ে স্কুটারের ইঞ্জিন চালু করতে পারবেন।
৩) স্মার্ট স্টার্ট – চাবি ছাড়াই এই স্কুটার আপনি সম্পূর্ণভাবে চালনা করতে পারবেন। আপনার পকেটে এই স্কুটারের চাবি থাকলেও আপনি চালাতে পারবেন।
৪) স্মার্টসেফ – এই স্কুটারের যাবতীয় কিলেস ফাংশনগুলিকে বন্ধ করবে এবং প্রথাগত ভাবেই স্কুটারটি লক করা বা চালু করা সহ অন্যান্য বিষয়গুলিকে অ্যাক্টিভ করে চালককে জানিয়ে দেবে।
৫) স্মার্টআনলক – এই স্মার্ট ফিচার রয়েছে যা এক বোতমেই স্কুটারের হ্যান্ডেলবার আনলক করবে।
নতুন এই স্কুটারে থাকবে অ্যালয় হুইল। সাথেই বড় ফুটবোর্ড এরিয়া, নতুন পাসিং সুইচ এবং DC LED হেডল্যাম্প এসব কিছুই থাকবে। তবে ভারতে কত দাম হবে এই স্কুটারের? মোট তিনটি ভার্সনে ভারতে নিয়ে আসা হবে এই স্কুটার। যার মধ্যে স্ট্যান্ডার্ড যার দাম 74,536 টাকা, তারপরে ডিলাক্স যার দাম 77,036 টাকা এবং সবথেকে উপরের স্মার্ট মডেল যার দাম 80,537 টাকা রাখা হবে বলে জানা যাচ্ছে।
Activa H-Smart স্কুটারের প্রোডাকশন ফেব্রুয়ারী মাসের শুরুতে হবে। 110cc-র PGM-FI ইঞ্জিন যুক্ত উন্নত প্রযুক্তি স্কুটার যে আবারো দেশের মানুষের কাছে রমরমিয়ে চলবে তা বলার অপেক্ষা রাখে না।