×
Tech News

বাজারে আসতে চলেছে নতুন OnePlus Ace 2, ফিচারস দেখে অবাক হবেন আপনিও

বর্তমানে ওয়ান প্লাস (One Plus) স্মার্ট ফোনের জগতে এক উল্লেখযোগ্য নাম। এই কোম্পানি পর পর বেশ কয়েকটি নতুন ফোন বাজারে নিয়ে আসতে চলেছে। তেমনই একটি নতুন ফোন হলো OnePlus Ace 2। এখনও পর্যন্ত এই কোম্পানির Ace সিরিজের তিনটি স্মার্টফোন রয়েছে যেমন – OnePlus Ace, OnePlus Ace Racing Edition, এবং OnePlus Ace Pro। আগামী ৪ঠা জানুয়ারি ২০২৩ সালে এই নতুন ফোনটি চিনে লঞ্চ হচ্ছে। তার আগে এক নজরে আপনাদের জানাবো কি কি ফিচার আছে ও তার দাম কেমন হতে চলেছে।

বাজারে আসতে চলেছে নতুন OnePlus Ace 2, ফিচারস দেখে অবাক হবেন আপনিও -

১) 6.67 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে সাথেই 120 Hz রিফ্রেশ রেট পাবেন এই ফোনের মধ্যে।

২) Qualcomm Snapdragon 8+ Gen 1 সুপার ফাস্ট প্রসেসর থাকবে এই ফোনে। সাথেই এই প্রসেসর TSMC-এর 4nm টেকনোলজি দ্বারা তৈরী হয়েছে।

৩) 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি স্পেস পাওয়া যাবে।

৪) Android 13 অপারেটিং সিস্টেম দেওয়া থাকবে এই ফোনে।

৫) বিশেষভাবে তৈরী Sony 50 MP মেইন ক্যামেরা 16MP ফ্রন্ট ক্যামেরা + 8MP আল্ট্রা-ওয়াইড + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে।

৭) 100 ওয়াট যুক্ত সুপার স্পিড চার্জার পাওয়া যাবে যার মধ্যে 5000 mah যুক্ত ব্যাটারী থাকবে।

৮) আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে।

বাজারে আসতে চলেছে নতুন OnePlus Ace 2, ফিচারস দেখে অবাক হবেন আপনিও -

এই ফোনের দাম সম্পর্কেও জানা গেছে। যেখানে মাত্র 21,999 টাকায় পাওয়া যাবে OnePlus Ace 2 ফোনটি। কেমন লাগলো এই ফোনটির ফিচারস ত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।

বাজারে আসতে চলেছে নতুন OnePlus Ace 2, ফিচারস দেখে অবাক হবেন আপনিও -