
দেশের ৭০% মানুষের বেশি এখন স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন। ধীরে ধীরে যে সেই সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে তা বলার অবকাশ নেই। কিন্তু ফোন ব্যবহারকারী যেমন আছে ঠিক তেমনই আছে ফোন হারিয়ে কিংবা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা। ট্রেনে কিংবা বাসে এই ধরণের ঘটনা সবথেকে বেশি হয়। সেই ফোন অধিকাংশ সময়ে পাওয়া যায় না কিংবা কোথায় আছে সেটাও জানা সম্ভব হয় না। কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য অজান্তেই সেই ফোনের মধ্যে থেকে যায় যা দুশ্চিন্তার বিষয় অবশ্যই।
সেই চুরি কিংবা হারিয়ে যাওয়া ফোন কেউ কোনোভাবেই ব্যবহার করতে পারবে না এমনই এক নতুনত্ব পদ্ধতি নিয়ে হাজির হয়েছে ভারত সরকার। TelecomTalk এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এখন ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে CEIR (Central Equipment Identity Register) চালু করেছে সরকার। কি এই CEIR সেটা আগে আমাদের জানতে হবে।
মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফায়ারের একটি ডাটাবেস। এই ধরনের একটি শনাক্তকারী মোবাইল ডিভাইসের প্রতিটি সিম স্লটে বরাদ্দ করা হয়। অর্থাৎ আপনার মোবাইল ফোনটি দেশের কোথাও বন্ধ থাকলেও এই অ্যাপটির লোকেশন তা বলে দিতে সক্ষম। CEIR পরিষেবা কাজে লাগাতে, ব্যবহারকারীরা এটির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। অথবা Android এবং iOS-এর ক্ষেত্রে CEIR অ্যাপ ডাউনলোড করারও ব্যবস্থা রয়েছে।
লগইন করে আপনি আপনার হারানো কিংবা চুরি হয়ে যাওয়া ফোনটির IMEI নম্বর সংযুক্ত করবেন। সাথে সাথেই সেই ডাটাবেস থেকে ফোনটিকে ব্লক বা ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। এমন সময় চোর মোবাইল ফোন চুরি করে সিমকার্ড বদলে নিলেও তা ব্যবহার করতে পারবে না। CEIR ব্যবহার করতে গেলে ব্যবহারকারীদের একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হয়। নিকটস্থ থানায় একটি এফআইআরও দায়ের করতে হবে। এরপর ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নির্দিষ্ট জায়গায় পূরণ করতে হবে। এই ফর্মে আপনাকে মোবাইল নম্বর, ডিভাইসের মডেল, IMEI ১ এবং ২ নম্বর এবং হারানোর সময় আপনার কী লোকেশন ছিল ও এফআইআর কপি দিতে হবে। তবে আপনি ফোন আবার হাতে পেয়ে গেলে সেই ব্লক হয়ে যাওয়া ফোন আনব্লক করতে পারবেন।