স্বল্প দামে পুষ্টিকর খাদ্য! বাজারে এলো নতুন Nokia 6600 5G, দুশ্চিন্তায় Samsung-Realme-Redmi

Nokia 6600 ফোনটির নাম সবার মনে আছে। তুলনামূলক বড়ো স্ক্রিন, কিপ্যাড কন্ট্রোল ও মাল্টিমিডিয়া ফোনের জগতে এক দুর্দান্ত নবজাগরন ছিলো। যদিও সময় বদলেছে। স্মার্ট ফোনের যুগে সেসব ফোন ভুলতে বসেছে মানুষ। নোকিয়া কোম্পানিকে কার্যত চেপে দিয়েছে Xiaomi, Samsung, Realme, Vivo মতো বড়ো কোম্পানি গুলি। তবে আবারো কার্যত Nokia নিজের নতুন ফোন বাজারে নিয়ে এসে চমক ফেলে দিচ্ছে।
নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ লগ্নে ভারত সহ বিশ্ববাজারে Nokia 6600 5G নামের দুর্দান্ত স্মার্টফোনটি লঞ্চ করবে তারা। দুর্দান্ত ফিচার্স ও অত্যাধুনিক টেকনোলজি দিয়ে কার্যত সবাইকে চমকে দিয়েছে। চলুন আজ আপনাদের তাহলে এই বিশেষ ফোনটির খুঁটিনাটি তথ্য দেওয়া যাক।
নাম – Nokia 6600 5G
স্ক্রিন – 6.5” ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল টার্চ স্ক্রিন ডিসপ্লে থাকবে।
স্ক্রিন প্রটেকশন – কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশন ব্যবহার করা হবে।
প্রসেসর – Qualcomm Snapdragon 86+ 5G প্রসেসর দেওয়া হবে।
এন্ড্রোইড ভার্সন – Android 13 ব্যবহার করা হবে।
ক্যামেরা – 64MP প্রধান ক্যামেরার সাথে 20MP ওয়াইড সেন্সর সেটআপ এবং সামনে 24MP সেলফি ক্যামেরা থাকবে।
ব্যাটারী – 7,000mAh ব্যাটারী থাকবে যা তিনদিন পর্যন্ত একটানা চলবে বলে দাবি জানিয়েছে নোকিয়া।
ভেরিয়েন্ট – ফোনের দুটি ভেরিয়েন্ট আছে। একটি 6GB RAM+128GB স্টোরেজ এবং অন্যটি 8GB RAM+256GB স্টোরেজ।
দাম – 6GB RAM+128GB দাম ১৫,০০০ টাকা।
8GB RAM+256GB স্টোরেজ ফোনটির দাম তার থেকে একটু বেশি হবে।