বাজারে আসতে চলেছে নতুন Redmi Note 12 Pro, ফিচারস দেখে অবাক হবেন আপনিও

রেডমি (Redmi) স্মার্ট ফোনের জগতে এক উল্লেখযোগ্য নাম। এই কোম্পানি পর পর বেশ কয়েকটি নতুন ফোন বাজারে নিয়ে আসতে চলেছে। তেমনই একটি নতুন ফোন হলো Redmi Note 12 Pro Speed Edition। আজ অর্থাৎ ২৭সে ডিসেম্বর ২০২২ ফোনটি চিনে লঞ্চ হচ্ছে। তার আগে এক নজরে আপনাদের জানাবো কি কি ফিচার্স আছে এই নতুন Redmi Note 12 Pro Speed Edition ফোনটিতে।
১) OLED 6.67 ইঞ্চি ডিসপ্লে সাথেই 120 Hz রিফ্রেশ রেট পাবেন।
২) Qualcomm Snapdragon 778G+ সুপার ফাস্ট প্রসেসর থাকবে এই ফোনে।
৩) 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি স্পেস পাওয়া যাবে।
৪) MIUI 13 দেওয়া থাকবে তবে আপনি এই ফোনে MIUI 14 pre-installed এন্ড্রোইড সিস্টেম দেওয়া থাকবে।
৫) 50 MP তিনটি রেয়ার ক্যামেরা থাকবে যার মধ্যে থাকবে একটি প্রো মোড।
৭) ৬৭ ওয়াট যুক্ত সুপার স্পিড চার্জার পাওয়া যাবে যার মধ্যে 5200 mah যুক্ত ব্যাটারী থাকবে।
এই দাম সম্পর্কে জানা না গেলেও খুব তাড়াতাড়ি আপনারা দাম সম্পর্কে জেনে যাবেন।