নতুন বছরে বড় ধামাকা! Jio নিয়ে এলো দুর্দান্ত দুই অফার, জানুন বিস্তারিত

মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio) আসার পড়ে টেলিকম ইন্ডাস্ট্রিস পরিবর্তন হয়েছে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি। কম টাকায় দুর্দান্ত ইন্টারনেট স্পিড যা স্বপ্নেও কেউ ভাবতে পারে না। ভারতী এয়ারটেল (Bharti Airtel) কিংবা ভিআই (VI) তার থেকে অনেকটাই পিছিয়ে থাকে। একের পর এক নতুনত্ব প্ল্যান নিয়ে এসেছে দর্শকদের মন কেড়ে নেই। যদিও এই বছরের শুরুর থেকে সব প্ল্যানের দাম বাড়ানো হয়েছিল। তবে ২০২২ সালের শেষে গ্রাহকদের জন্য আবারো দুর্দান্ত দুটি প্ল্যান নিয়ে এসে চমকে দিলো সবাইকে। তাই আপনাদের এই প্রতিবেদনে দুটি প্যাক সম্পর্কেই জানাবো।
জিও’র ২,০২৩ টাকার প্রিপেড প্ল্যান :
এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন প্রতিদিন ২.৫ জিবি ডেটা। এই প্যাকটি মোট ২৫২ দিনের জন্য প্রযোজ্য থাকবে। সব মিলিয়ে মোট ৬৩০ জিবি ডেটা পেয়ে যাবেন আপনারা। এর সাথেই যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা ও প্রতিদিন ১০০ টি করে SMS করার সুবিধাও থাকবে। Jio Cinema, Jio Music,Jio Tv, Jio Cloud এর মত অ্যাপ গুলি বিনামূল্যে এক্সেস করতে পারবেন।
জিও’র ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান :
এই প্ল্যানটিও এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের জন্য থাকবে। প্ল্যানেও প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ মোট ৯১২.৫ জিবি ডেটা পাবেন। সাথেই যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা ও প্রতিদিন ১০০ টি করে SMS করার সুবিধাও থাকবে। Jio Cinema, Jio Music,Jio Tv, Jio Cloud এর মত অ্যাপ গুলি বিনামূল্যে এক্সেস করতে পারবেন।
নতুন বছরের এই বিশেষ অফার কোনোভাবেই মিস করবেন না কিন্তু। তাছাড়াও ভবিষ্যতে যদি প্ল্যানের দাম বেড়ে যায় সেক্ষেত্রেও আপনারা খুবই লাভ করবেন।