×
Tech News

Jio: মাত্র ১ টাকায় পাবেন ১ GB ডেটা! কিন্তু কিভাবে? রইল বিস্তারিত

মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ও মার্ক জুকেরবার্গের মার্কিনি সংস্থা মেটার সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে ভারতে। সেখান থেকেই Jio এবং Whatsapp দুই কোম্পানি মিলে দুর্দান্ত একটা জিও রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। মাত্র 1 টাকা খরচ করে WhatsApp থেকে রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা। হ্যাঁ মাত্র এক টাকার বিনিময়ে আপনি পাবেন অসাধারণ এই রিচার্জ প্ল্যান।

Jio: মাত্র ১ টাকায় পাবেন ১ GB ডেটা! কিন্তু কিভাবে? রইল বিস্তারিত -

এই রিচার্জ প্ল্যানে কিন্তু কোনোরকম কলিং কিংবা মেসেজ কিরার সুবিধা পাওয়া যাবে না। বরং ১ টাকার বিনিময়ে আপনি ১ জিবি ডেটা পাবেন। হ্যাঁ মাত্র এক টাকা খরচ করলেই ১ জিবি ডেটা পেয়ে যাবেন। তবে আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকেই এই রিচার্জ করতে হবে। কিভাবে করবেন এই রিচার্জ সেটাই আপনাদের আজ ধাপে ধাপে দেখাবো।

Jio: মাত্র ১ টাকায় পাবেন ১ GB ডেটা! কিন্তু কিভাবে? রইল বিস্তারিত -

১. হোয়াটসঅ্যাপ থেকে জিও রিচার্জ করতে প্রথমে আপনাকে JioCare চ্যাটবক্স ওপেন করতে হবে।

২. 7000770007 নম্বরে Hi লিখে পাঠাতে হবে এবং Jio Sim Recharge লিখে Recharge for a Friend অপশন সিলেক্ট করতে হবে।

৩. যে Jio নম্বরটি রিচার্জ করতে চান সেটা টাইপ করুন। আপনার স্ক্রিনে সব রিচার্জ অফার দেখাবে হোয়াটসঅ্যাপ তবে আপনি মাত্র ১ টাকার রিচার্জ প্ল্যানটি সিলেক্ট করবেন।

৪. সরাসরি পেমেন্ট করবেন ব্যাংক একাউন্ট এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে।

৫. রিচার্জ সফল হয়েছে সেই নোটিফিকেশন আসবে ও আপনি ১ জিবি ডেটার মজা উঠাতে পারবেন।

Jio: মাত্র ১ টাকায় পাবেন ১ GB ডেটা! কিন্তু কিভাবে? রইল বিস্তারিত -

বি. দ্র – আপনার ব্যাংক একাউন্টের সাথে যে নম্বর লিংক থাকবে ঠিক সেই নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ ওপেন থাকতে হবে। তাহলে আপনার এই ১ টাকার রিচার্জ করতে পারবেন।