Jio: মাত্র ১ টাকায় পাবেন ১ GB ডেটা! কিন্তু কিভাবে? রইল বিস্তারিত

মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ও মার্ক জুকেরবার্গের মার্কিনি সংস্থা মেটার সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে ভারতে। সেখান থেকেই Jio এবং Whatsapp দুই কোম্পানি মিলে দুর্দান্ত একটা জিও রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। মাত্র 1 টাকা খরচ করে WhatsApp থেকে রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা। হ্যাঁ মাত্র এক টাকার বিনিময়ে আপনি পাবেন অসাধারণ এই রিচার্জ প্ল্যান।
এই রিচার্জ প্ল্যানে কিন্তু কোনোরকম কলিং কিংবা মেসেজ কিরার সুবিধা পাওয়া যাবে না। বরং ১ টাকার বিনিময়ে আপনি ১ জিবি ডেটা পাবেন। হ্যাঁ মাত্র এক টাকা খরচ করলেই ১ জিবি ডেটা পেয়ে যাবেন। তবে আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকেই এই রিচার্জ করতে হবে। কিভাবে করবেন এই রিচার্জ সেটাই আপনাদের আজ ধাপে ধাপে দেখাবো।
১. হোয়াটসঅ্যাপ থেকে জিও রিচার্জ করতে প্রথমে আপনাকে JioCare চ্যাটবক্স ওপেন করতে হবে।
২. 7000770007 নম্বরে Hi লিখে পাঠাতে হবে এবং Jio Sim Recharge লিখে Recharge for a Friend অপশন সিলেক্ট করতে হবে।
৩. যে Jio নম্বরটি রিচার্জ করতে চান সেটা টাইপ করুন। আপনার স্ক্রিনে সব রিচার্জ অফার দেখাবে হোয়াটসঅ্যাপ তবে আপনি মাত্র ১ টাকার রিচার্জ প্ল্যানটি সিলেক্ট করবেন।
৪. সরাসরি পেমেন্ট করবেন ব্যাংক একাউন্ট এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে।
৫. রিচার্জ সফল হয়েছে সেই নোটিফিকেশন আসবে ও আপনি ১ জিবি ডেটার মজা উঠাতে পারবেন।
বি. দ্র – আপনার ব্যাংক একাউন্টের সাথে যে নম্বর লিংক থাকবে ঠিক সেই নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ ওপেন থাকতে হবে। তাহলে আপনার এই ১ টাকার রিচার্জ করতে পারবেন।